Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাবার নির্দেশ ও অমিতাভ ও জয়া’র ৪৭ বছর


৩ জুন ২০২০ ১৭:৫৯ | আপডেট: ৩ জুন ২০২০ ১৯:১৬

১৯৭৩ সালের ৩ জুন- আজ থেকে ৪৭ বছর আগে এই দিনে বিয়ের পিঁড়িতে বসেছিলেন বলিউডের জীবন্ত কিংবদন্তী জুটি অমিতাভ বচ্চন ও জয়া ভাদুড়ি। ১৯৭৩ থেকে ২০২০, অমিতাভ-জয়ার বিয়ের ৪৭ বছর উপলক্ষে বিয়ের সেই পুরনো ছবি শেয়ার করে স্মৃতি রোমন্থন করেন বিগ বি অমিতাভ বচ্চন।

বাবা হরিবংশ রাই বচ্চন’র নির্দেশেই জয়া ভাদুড়িকে বিয়ে করেন অমিতাভ। আর সেটি হয় জঞ্জির সিনেমা সাফল্যের পরপরই।
অমিতাভ বচ্চন তার নিজের সোশ্যাল মিডিয়ায় জয়ার সঙ্গে পুরনো ছবি শেয়ার করে লেখেন, ‘জঞ্জিরের সাফল্যের জন্য জয়া ভাদুড়ি-সহ বেশ কয়েকজন বন্ধুর সঙ্গে লন্ডনে যাবেন বলে সিদ্ধান্ত নেন বিগ বি। কিন্তু ছেলের ওই সিদ্ধান্তে বাধ সাধেন অমিতাভের বাবা হরিবংশ রাই বচ্চন। ছেলে কাদের সঙ্গে লন্ডনে যাচ্ছেন? এই প্রশ্ন করেন তিনি।’

উত্তরে অমিতাভ সেদিন স্পষ্ট করে তার বাবাকে জানিয়েছিলেন, জয়া ভাদুড়িও যাচ্ছেন তাদের সঙ্গে লন্ডনে। সবার জন্যই ফ্লাইটের টিকেট কাটা হয়েছে। শুনে বিগ বি’র বাবা আপত্তি তুলে বললেন, বিয়ে না করে জয়াকে নিয়ে অমিতাভ লন্ডনে যেতে পারবেন না। বিয়ে করে তবেই যেন তিনি জয়াকে নিয়ে লন্ডনে যান। বাবার কথা মেনেই এরপর তিনি বিয়ের পিঁড়িতে বসেন বলে নিজের ট্যুইটে জানান অমিতাভ বচ্চন।

অমিতাভ বচ্চন জয়া ভাদুড়ি

বিজ্ঞাপন

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর