অস্কারে সেরা পরিচালক দেল তোরো
৫ মার্চ ২০১৮ ১০:৪১ | আপডেট: ৫ মার্চ ২০১৮ ১২:৩০
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
শেষ হলো শত শত ভবিষ্যতবানী, শত সমীকরণ। অস্কারের নব্বইতম আসরের সেরা পরিচালকের পুরস্কারটি উঠলো ম্যাক্সিকান পরিচালক গিয়ের্মো দেল তোরা’র হাতে। ‘দ্য শেপ অফ ওয়াটার’ সিনেমার জন্য তিনি প্রথমবারের মতো অস্কার পেলেন।
ব্ল্যাক ফ্যান্টাসি রোমান্টিক ঘরানার সিনেমা দ্য শেপ অফ ওয়াটার। অনেকে আগেই ধারণা করেছিলেন পরিচালক হিসেবে দেল তোরোর হাতেই উঠবে অস্কার। কেন উঠবে? দিয়েছেন সেই ব্যাখ্যাও। অনেক আন্তর্জাতিক গণমাধ্যম বিভিন্ন জরিপ চালিয়েছেন এই ফলাফল বের করতে।
ভবিষ্যতবানীতে অবশ্য দেল তোরোই এগিয়ে ছিলেন। তবে অনেকে খ্রিস্টোফার নোলানকেও এগিয়ে রেখেছিলেন পরিচালকদের অস্কার দৌড়ে। তবে গোল্ডেন গ্লোব, ডিরেক্টর গিল্ডস অ্যাওয়ার্ড বিজয়ী দেল তোরোকে পিছু ফেলতে পারলেন না নোলান।
অস্কারের নব্বইতমো আসরের জমকালো আয়োজনে অস্কার উঠলো গিয়ের্মো দেল তোরোর হাতে।
আরও যারা পেলেন অস্কার
সারাবাংলা/পিএ/পিএম