আরও যারা পেলেন অস্কার
৫ মার্চ ২০১৮ ১১:০৮ | আপডেট: ৫ মার্চ ২০১৮ ১১:৫৪
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
চলছে নব্বইতম অস্কারের মূল পর্ব। ২৪টি বিভাগের সেরাদের হাতে উঠবে চলচ্চিত্রের অন্যতম মর্যদাপূর্ণ অস্কার ট্রফি। সোমবার (৫ মার্চ) সকাল থেকে হলিউডে বসেছে দুনিয়া কাপানো সব তারকা অভিনয়শিল্পী, কলাকুশলী ও পরিচালকদের মেলা।
আই, তনিয়া সিনেমার জন্য অ্যালিসন জ্যানি হয়েছেন পার্শ্ব চরিত্রের সেরা অভিনেত্রী। আর পার্শ্ব চরিত্রের অভিনেতা হয়েছেন স্যাম রকওয়েল, থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিজৌরি সিনেমার জন্য। আন্তর্জাতিক জনপ্রিয় গণমাধ্যম আগে থেকেই বলে আসছিলো স্যামই হবেন পার্শ্ব চরিত্রের সেরা। মূল মঞ্চে ঘঠলো তাই।
চিলির ‘ফ্যান্টাস্টিক ওম্যান’ অস্কারে মনোনয়ন পাবার আগে থেকেই আলোচনায় চলে আসে আন্তর্জাতিক চলচ্চিত্রের ময়দানে। বিশেষ করে চলচ্চিত্র উৎসবগুলোতে ছবিটি নিয়ে শুরু হয় প্রসংশার ঝড়। নব্বইতমো অস্কার এই ছবিটিকে এরিয়ে যেতে পারেনি। বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগের সেরার পুরস্কার নিয়েছে ‘ফ্যান্টাস্টিক ওম্যান’।
গত বছরের নভেম্বরে বাংলাদেশে মুক্তি পেয়েছিলো অ্যানিমেশন সিনেমা ‘কোকো’। অয়াল্ট ডিজনি এবং পিক্সার অ্যানিমেশন স্টুডিও মিলে বানানো ছবিটি ছিল সবার আকর্ষণে। দর্শকদের শুধু মনই জয় করেনি ছবিটি, খরচের তিনগুনের বেশি আয় এনে দেয় বক্স অফিসে। এই ছবিটিকেই সেরা অ্যনিমেশন সিনেমা হিসেবে পুরস্কৃত করেছে অস্কার।
অ্যাডপ্টেড স্ক্রিন-প্লেতে সেরা ‘কল মি বাই ইয়োর নেম’, অরিজিনাল স্ক্রিন-প্লে হিসেবে অস্কার পেয়েছে গেট আউট। খ্রিস্টোফার নোলানের ডানক্রিকের ঘরে উঠেছে সাউন্ড এডিটিং, সাউন্ড মিক্সিং ও সম্পাদনার অস্কার।
বহুল আলোচিত দ্য পেশ অব ওয়াটার ছবিটি প্রোডাকশন ডিজাইন ও অরিজিনাল স্কোর বিভাগে ঘরে তুলে নিয়েছে অস্কার।
সারাবাংলা/পিএ/পিএম