Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় প্রাণ গেলো চলচ্চিত্র প্রযোজকের


২ জুন ২০২০ ১৬:৫২

কোরনাভাইরাসের কারণে এবার প্রাণ গেলো চলচ্চিত্র প্রযোজক মোজাম্মেল হক সরকার। ঢাকা মেডিকেল কলেজে সোমবার (১ জুন) রাত ১১টায় মারা যান তিনি।

চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু খবরটি নিশ্চিত করেছেন। মোজাম্মেল হক সরকারের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের চলচ্চিত্রেও করোনাভাইরাস আক্রমণ করলো।

খসরু বলেন, ‘বহু হিট ছবির প্রযোজক ছিলেন মোজাম্মেল ভাই। এতদিন করোনার ভয়াল থাবা দূর থেকে দেখেছি। এবার আমাদের চলচ্চিত্র পরিবারেই এটা ঘটলো। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি তার অকাল মৃত্যুতে বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।’

ঢাকা মেডিকেলে ভর্তির আগে মোজাম্মেল হক বেশ কয়েকদিন গাজীপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল রাতে ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে তার মৃত্যু হয়। এরপর সরকারি নীতিমালা মেনে গাজীপুরে গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে।

বেশ কিছু জনপ্রিয় ছবির প্রযোজক ছিলেন মোজাম্মেল হক সরকার। সর্বশেষ শাকিব খান ও শবনম বুবলী অভিনীত ‘রংবাজ’ (২০১৭) ও শাকিব খান-অপু বিশ্বাসের ‌‘পাংকু জামাই’ (২০১৮) ছবির প্রযোজক ছিলেন তিনি।

পাংকু জামাই মোজাম্মেল হক সরকার রংবাজ