Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলচ্চিত্রের শুটিং শুরু কবে থেকে?


১ জুন ২০২০ ১৪:১৮

রবিবার (৩১ মে) থেকে করোনাভাইরাসের কারণে চলমান লকডাউন তুলে দিয়েছে সরকার। তাই স্বাস্থ্যবিধি মেনে শুটিং শুরু করার অনুমতি দিয়েছে নাটকের সংগঠনগুলো। কিন্তু চলচ্চিত্রের শুটিং কবে থেকে শুরু হবে?

চলচ্চিত্র প্রযোজক সমিতি থেকে এর আগে গত ১৮ মার্চ থেকে সকল প্রকার ছবির শুটিং বন্ধ করে দেওয়া হয়। সে নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে। নাটকের সংগঠনগুলো শুটিংয়ের অনুমতি দিলেও এখন পর্যন্ত এ নিয়ে সিদ্ধান্ত নেয়নি চলচ্চিত্রের সংগঠনগুলো।

বিজ্ঞাপন

প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু সারাবাংলাকে বলেন, ‘আমরা আগামী দু-একদিনের মধ্যে সব সংগঠন মিলে বসে একটা সিদ্ধান্ত নিবো। শুধু শুটিং শুরু করা নয়, সিনেমা হল খোলা, ছবি মুক্তি ও প্রণোদনা নিয়ে কথা বলবো। আমরা নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়ে মাননীয় তথ্যমন্ত্রীর সাথে বসবো।’

‘শুটিং শুরু ও সিনেমা হল খোলার সাথে স্বাস্থ্যবিধি মানারও ব্যাপার থাকে। এক্ষেত্রে সরকারি দিক নির্দেশনা চাইবো আমরা। এছাড়া পৃথিবীর অন্যান্য দেশে কীভাবে শুটিং হচ্ছে বা সিনেমা হল কীভাবে খুলছে তা নিয়ে আমরা খোঁজখবর নিচ্ছি।’

সরকারি প্রণোদনার জন্য চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে গত ৬ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ওই চিঠির কোন আপডেট নেই বলে জানালেন খোরশেদ আলম খসরু।

খসরু বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শিল্পগুলোর জন্য ১ লক্ষ কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছেন। এখন এ নিয়ে হয়তো বাংলাদেশ ব্যাংক থেকে তফসিলি ব্যাংকগুলোতে নির্দেশনা যাবে। তখন হয়তো আমরা টাকাটা পাবো। কিন্তু এর আগে তো আমাদের চাইতে হবে সরকারের কাছে। আর ব্যাপারটা এমনও না যে চাইলাম আর দিয়ে দিলো। আমাদের কতটুকু দরকার, কোন খাতে দরকার, কীভাবে এ টাকা ফেরত আসবে তাও কিন্তু জানাতে হবে।’

বিজ্ঞাপন

‘অনেকে ভাবছেন প্রণোদনা মানে অনুদান। তা কিন্তু না, এটা ঋণ। সুবিধা একটাই এর সুদ ৯ শতাংশ হলে সরকার অর্ধেক দিবে আর ঋণ গ্রহীতা অর্ধেক দিবেন’—যোগ করেন খসরু।

খোরশেদ আলম খসরু চলচ্চিত্রের শুটিং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর