Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

না ফেরার দেশে বলিউডের জনপ্রিয় সুরকার ওয়াজিদ খান


১ জুন ২০২০ ১২:২০ | আপডেট: ১ জুন ২০২০ ১২:২৫

না ফেরার দেশে বলিউডের স্বনামধন্য সঙ্গীত পরিচালক ওয়াজিদ খান। রবিবার গভীর রাতে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে মাত্র ৪২ বছর বয়সে মারা যান সালমান খানের ‘দাবাং’ খ্যাত এই সুরকার।

ওয়াজিদ খান’র মৃত্যুতে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। গায়ক সোনু নিগমই প্রথম সোশ্যাল মিডিয়ায় খবরটা জানান। তিনি লেখেন, ‘বন্ধু ওয়াজিদ আমায় ছেড়ে চলে গিয়েছে।’ ভারতীয় বেশ কিছু সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কিডনির সমস্যায় ভুগছিলেন ওয়াজিদ। কিছু সংবাদ মাধ্যমে ওয়াজিদ করোনা আক্রান্ত ছিলেন বলে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

বলিউডের সফল সংগীতকার জুটি সাজিদ-ওয়াজিদ। ‘তেরে নাম’, ‘ওয়ান্টেড’, ‘দাবাং’ সহ বহু ব্যবসা সফল ছবিতে সুর দিয়েছিলেন ওয়াজিদ। তবলাবাদক উস্তাদ সারফত আলি খানের ছেলে ওয়াজিদ। ভাই সাজিদের সঙ্গে জুটি বেঁধে গত কুড়ি বছর ধরে বলিউড কাঁপিয়েছেন তিনি। সংগীত পরিচালক হিসেবে সাজিদ-ওয়াজিদ জুটির বলিউডে অভিষেক ঘটে ১৯৯৯ সালে সালমান খান অভিনীত ‘প্যায়ার কিয়া তো ডরনা কেয়া’ ছবির মাধ্যমে।

ওয়াজিদ খান টপ নিউজ বলিউড সঙ্গীত পরিচালক

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর