গানওয়ালা’য় আজ ডালিয়া নওশিন ও তিমির নন্দী
২৯ মে ২০২০ ১৮:৪৪ | আপডেট: ২৯ মে ২০২০ ১৮:৫৭
গানওয়ালা এই করোনা কালিন সময়ে সংগীতশিল্পীদের নিয়ে ঘরে থেকে বসে গান গাওয়ার একটি দারুন প্লাটফর্ম তৈরী করে দিয়েছে ফেজবুক লাইভের মাধ্যমে। প্রতি শুক্রবার রাত ১১ টায় গানওয়ালা পেজে এ আয়োজন করে আসছে।
সুমন সাহা’র পরিকল্পনা ও সঞ্চালনায় গান ও আবৃত্তি নিয়ে এ আয়োজন ‘গানওয়ালা’য় আড্ডা’। সারাবাংলা’কে এই আড্ডা সর্ম্পেকে তিনি জানালেন, ‘আসলে শিল্পীরা যখন লকডাউনে ঘরে বসে অস্থির জীবন পার করছিলো তখন এই আয়ডিয়াটা মাথায় আসে। কোন একটা মাধ্যমে নিজের কাজ গুলো মানুষের সামনে তুলে ধরতে পারলে শিল্পীদের মন প্রফূল্য হয়। তাই গানওয়ালা’র এই নিয়মিত আয়োজন। আমাদের কোন বাণিজ্যিক উদ্দেশ্য নেই।’
আজ (শুক্রবার) রাত ১১টায় অনুষ্ঠিত হবে ফেইজবুক লাইভে গানওয়ালা’র এই আয়োজনের ১১তম পর্ব। আজ আড্ডায় থাকবেন স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়া দুই কন্ঠশিল্পী- একুশে পদক প্রাপ্ত শিল্পী ডালিয়া নওশিন ও কণ্ঠসৈনিক তিমির নন্দী এবং তাদের গানের সাথে আবৃত্তি পরিবেশন করবেন মজুমদার জুয়েল।
অনুষ্ঠানটি দেখা যাবে গানওয়ালা’র পেজ- www.facebook.com/gaanwala.m/ -এ
গানওয়ালা গানওয়ালা'য় আড্ডা ডালিয়া নওশিন তিমির নন্দী মজুমদার জুয়েল সুমন সাহা