Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আনুষ্ঠানিকভাবে এলো এবিএম সুমনের নাম


২৭ মে ২০২০ ১৬:০৩

জাজ মাল্টিমিডিয়া বাংলা সাহিত্যের বিখ্যাত চরিত্র ‘মাসুদ রানা’কে পর্দায় তুলে আনার ঘোষণা দিয়েছে দুই বছর হলো। মূল চরিত্রে অভিনয়ের জন্য তারা চ্যানেল আইয়ের সাথে আয়োজন করে ‘কে হবে মাসুদ রানা’ রিয়েলিটি শো। যে প্রতিযোগীতায় শীর্ষ স্থান অধিকার করেন রাসেল রানা।

কিন্তু প্রতিযোগীতার শেষের দিকে এসে জানা যায় এতে বিজয়ীরা কেউই ‘মাসুদ রানা’ চরিত্রে অভিনয়ের সুযোগ পাচ্ছেন না। এর বদলে এবিএম সুমন হচ্ছেন ‘মাসুদ রানা’। কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে এ নিয়ে মুখ বন্ধ রাখা হয়।

বিজ্ঞাপন

বুধবার (২৭ মে) এবিএম সুমনের জন্মদিনে অবশেষে জাজ আনুষ্ঠানিক ঘোষণা দিলো সুমনই হচ্ছেন মাসুদ রানা। হলিউডের সাথে একশ কোটি টাকা বাজেটের ছবিটি নির্মিত হবে ‘এম আর নাইন’ নামে। পরিচালনা করবেন আসিফ আকবর।

অন্যদিকে সমালোচনার মুখে রাসেল রানাকে নিয়ে আরেকটি ‘মাসুদ রানা’ নিয়ের ঘোষণা দেয় জাজ। যেটি পরিচালনা করবেন সৈকত নাসির।

এবিএম সুমন জাজ মাসুদ রানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর