নতুন ছবি ‘বেল বটম’ ও অক্ষয়ের নিষ্ঠা
২৭ মে ২০২০ ০৯:৩০ | আপডেট: ২৭ মে ২০২০ ১০:১৬
নিয়ম মেনে চলাটাই যেন অভিনেতা অক্ষয়কুমারের একমাত্র ধর্ম। লকডাউন, সুটিং বন্ধ- তাতে কি? রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পরা, আর খুব ভোরে ঘুম থেকে ওঠার নিয়ম থেকে একচুলও সরেন নি তিনি। আর তারই প্রমাণ দিলেন- তার নতুন ছবির মিটিংয়ের জন্য সময় নির্ধারণ করলেন ভোর ছ’টায়।
ভারতীয় গণমাধ্যম সুত্রে জানা যায়, অক্ষয়কুমার তার নতুন ছবি ‘বেল বটম’র স্ক্রিপ্ট নিয়ে চূড়ান্ত আলোচনার জন্য পরিচালক নিখিল আডবাণী ও জ্যাকি ভগনানির সঙ্গে মিটিংয়ে বসেন মঙ্গলবার ভোর ছ’টায়। আর এ প্রসঙ্গে পরিচালক নিখিল আডবাণী তার টুইটারে ভোর ছ’টায় জুম মিটিংয়ের একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘লকডাউনেও অক্ষয়ের কিছুই বদলাল না। কাজের প্রতি অভিনেতার টানটা যে বরাবরই একটু বেশি।’
‘বেল বটম’ মুলত একটি স্পাই থ্রিলার। আশির দশকের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে অক্ষয়কে গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে। ২০২১’র জানুয়ারিতে ছবিটি মুক্তি পাওয়ার কথা।