ভিকি’র জন্মদিনে ক্যাটরিনা’র বিশেষ উপহার
২৬ মে ২০২০ ১০:৩২ | আপডেট: ২৬ মে ২০২০ ১০:৩৪
বলিউড দুনিয়ায় এই মুহূর্তে আলোচিত জুটি ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। প্রকাশ্যে স্বীকার না করলেও তাদের একসাথে দেখা যাচ্ছে বিভিন্ন পার্টি, সিনেমার প্রিমিয়ার, হোটেল- রেস্তোরাঁয়। তাদের সম্পর্ক নিয়ে বুঝতে বাকি নেই কারোই।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায়- এ মাসেই ছিল অভিনেতা ভিকি কৌশলের জন্মদিন। আর এই জন্মদিনটা বিশেষ ভাবেই পালন করলেন ক্যাটরিনা। লকডাউনের কারনে সরাসরি দেখা সাক্ষাতের উপায় নেই। তাই উদযাপনের মাধ্যম একটাই- ভার্চুয়াল মিডিয়া। ভিকিকে ভার্চুয়াল গিফট দিলেন ক্যাটরিনা।
একটি স্পেশ্যাল ভিডিয়ো বানিয়েছিলেন ক্যাটরিনা। ভিকি ও তাঁর কিছু মুহূর্ত, ভিকির জীবনের কিছু ঘটনা, ছবির ক্লিপিংস, ভিকির পরিবারের সঙ্গে ক্যাটরিনার কাটানো সময়- বিভিন্ন কোলাজ দিয়ে বানানো এই ভিডিও। উপহারের এই অভিনবত্ব দেখে এখন আর কারোই বুঝতে বাকি নাই দু’জনের সম্পর্কটা কেমন যাচ্ছে।