Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় কবির জন্মবার্ষিকীতে ‘ছায়ানট’র শ্রদ্ধা


২৫ মে ২০২০ ১৩:৫৭

করোনাকালে বন্ধ হয়ে গেছে সবকিছু। পুরো সাংস্কৃতিক অঙ্গনে পড়েছে এর প্রভাব। হচ্ছেনা তেমন কোন কর্মকান্ড। দুই মাসেরও বেশি সময় ধরে আয়োজিত হচ্ছেনা কোন অনুষ্ঠান। এমনই এক ক্রান্তিলগ্নে আজ (২৫ মে) ১১ জ্যৈষ্ঠ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২১তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে জাতীয় পর্যায়ে উদযাপিত হচ্ছে তাঁর জন্মবার্ষিকী। বিটিভি ও অন্য বেসরকারি চ্যানেলগুলোতে দেখা যাবে অনুষ্ঠানটি।

জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে দেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘ছায়ানট’ কবিকে শ্রদ্ধা হিসেবে নিবেদন করছে ‘নব যুগ ঐ এল ঐ’। আজ (সোমবার) সন্ধ্যা ৭টায় ছায়ানটের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘ছায়ানট ডিজিটাল প্ল্যাটফর্ম’-এ এটি প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে ছায়ানট’র পক্ষ থেকে বলা হয়, ‘বাঙালির হাজার বছরের ঋদ্ধ ইতিহাসে অনন্য এক নাম কাজী নজরুল ইসলাম। অসাম্প্রদায়িকতা ও মানবতার তূর্যবাদক নজরুল বাঙালির দুর্দিন ও সংকটকালের চিরবন্ধু। নজরুল চেতনাকে ধারণ করে বাঙালি আজ মহাদুর্যোগের এই অন্ধকার পথ পাড়ি দিতে চায়’।

এই অনুষ্ঠানটি দেখবার ঠিকানা- bit.ly/chhayanaut

কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের ১২১তম জন্মবার্ষিকী ছায়ানট ছায়ানট ডিজিটাল প্ল্যাটফর্ম জাতীয় কবি জাতীয় কবির জন্মবার্ষিকী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর