Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পিরিট অ্যাওয়ার্ডের প্রভাব থাকতে পারে অস্কারে


৪ মার্চ ২০১৮ ১৫:৩৩

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

স্বাধীন চলচ্চিত্র ও সংশ্লিষ্টদের পুরস্কৃত করার অন্যতম আসর ‘ফিল্ম ইন্ডিপেনডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ড’। ৩৩তম আসর বসেছিলো লস অঞ্জেলসে। সেরা চলচ্চিত্র, অভিনয়শিল্পী, তথ্যচিত্রসহ ১৯টি বিভাগে দেয়া হয়েছে পুরস্কার। কিছুটা কম বাজেটের সিনেমাকে পুরস্কৃত করে এই আসর।

ফিল্ম ইন্ডিপেনডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ডে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে ‘গেট আউট’। ওস্কারেও এই ছবিটিকেই এগিয়ে রেখেছেন সমালোচকেরা। অস্কার ও স্পিরিট অ্যাওয়ার্ডে সেরা সিনেমা মিলে গিয়েছিলো ২০১৭ সালে। সেবার স্পিরিট অ্যাওয়ার্ড ও অস্কারে একই সঙ্গে পুরস্কৃত হয় ‘মুনলাইট’।

‘গেট আউট’ সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন জর্ডান পিলি। অস্কারে মনোনিত এমন অনেকেই পেয়েছেন স্পিরিট অ্যাওয়ার্ড। আর এতেই অনেকে ধারণা করছেন স্পিরিট অ্যাওয়ার্ডপ্রাপ্তদের অনেকেই থাকবেন অস্কারের বিজয়ীদের তালিকায়।

ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ড, তিমোথি চ্যালামেট

‘লেডি বার্ড’ ছবির জন্য সেরা স্ক্রিন-প্লের পুরস্কার পেয়েছেন গ্রেটা গারইউগ। থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিজৌরি সিনেমাতে অভিনয়ের জন্য ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ড হয়েছেন সেরা অভিনেত্রী। তিমোথি চ্যালামেট হয়েছেন সেরা অভিনেতা ‘কল মি বাই ইয়োর নেম’ ছবিতে অভিনয়ের জন্য।

সারাবাংলা/পিএ

 

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর