Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার সালমানের রোমান্টিক গান


১৩ মে ২০২০ ১৩:৪৩

লকডাউনের সময়টা বেশ ভালোই উপভোগ করছেন সালমান খান। মুম্বাইয়ের বাড়ি ছেড়ে চলে গেছেন ফার্ম হাউজে। ১৫০ একর আয়তনের সুবিশাল ফার্ম হাউজে কিন্তু অলস সময় কাটাচ্ছেন না ‘ভাইজান’। একদিকে যেমন করোনায় আক্রান্ত মানুষদের সহায়তা করছেন দেদারসে, অন্যদিকে বানাচ্ছেন একের পর এক মিউজিক ভিডিও। ‘পেয়ার করোনা’ ও ‘তেরে বিনা’ শিরোনামের দুটি গান মুক্তি দিয়েছেন। ভাল-মন্দ সমালোচনা পেয়েছেন।

এবার ‘ভাইজান’ নিয়ে আসছেন তৃতীয় গান। যেটি হবে একটি রোমান্টিক গান। আরও বলা হচ্ছে এটির মধ্য দিয়ে সালমানের ‘ট্রিলজি গান’র পরিপূর্ণতা পাবে।

বিজ্ঞাপন

‘তেরে বিনা’ গানের ভিডিও তৈরিতে সমন্বয়ক হিসেবে কাজ করেছিলেন ওয়ালুসা ডি’সুজা। তিনি এবারের গানটিতে মডেল হতে পারেন।

সবশেষ মুক্তি পাওয়া ‘তেরে বিনা’ গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর ভিডিও নির্মাণ করেছেন সালমান নিজে।  তার সাথে ছিলেন জ্যাকুলিন ফার্নান্দেজ। গানটির সুর করেছেন সালমানের বন্ধু অজয় ভট্ট এবং লিখেছেন সাব্বির আহমেদ। মঙ্গলবার (১২ মে) গানটি সালমান তার নিজের ইউটিউব চ্যানেলে মুক্তি দেন।

তেরে বিনা রোমান্টিক গান সালমান খান

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর