পাঁচ বছর পর আবার কেনো ‘জাহির’?
১২ মে ২০২০ ১৫:০৮
পরিচালক রায়হান রাফির প্রথম পরিচিতি স্বল্পদৈর্ঘ্য ‘আজব বাক্স’ দিয়ে। এরপর একে একে নির্মাণ করেন ‘রতন’, ‘জাহির’। তারপর তো নির্মাণ করেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র— পোড়ামন ২ ও দহন। পূর্ণদৈর্ঘ্য নিয়ে ব্যস্ততার কারণে স্বল্পদৈর্ঘ্য নির্মাণ করছেন না রাফি। তবে পাঁচ বছর আগে নির্মিত স্বল্পদৈর্ঘ্য ‘জাহির’ মঙ্গলবার (১২ মে) আবার নিজের ফেসবুকে শেয়ার করলেন তিনি।
নিজের অনেক প্রিয় একটি কাজ, তাই শেয়ার করা— এমনটাই জানিয়েছেন রাফি। তবে সারাবাংলাকে জানালেন আরেকটু বিস্তারিত।
মূলত নিজের ইউটিউব চ্যানেল মানুষের কাছে পরিচিত করাই উদ্দেশ্য রাফির। ‘অনেক দিন আগে আমার নিজের ইউটিউব চ্যানেল খুলে ছিলাম। তাছাড়া কাজটার কপিরাইটও আমার। তাই শেয়ার করা।’
‘জাহির’ মূলত একজন অটিস্টিক তরুণের গল্প। যার জন্মের কিছুদিন পর থেকে তার মায়ের তাকে নিয়ে দুশ্চিন্তার কোন শেষ ছিলো না। যাকে প্রতিনিয়ত হতে হয়েছে অবহেলা, হাসি-ঠাড্ডার শিকার। কিন্তু একসময় সে ঘুরে দাঁড়ায়। সমাজের চোখে লজ্জা দিয়ে নিজেকে নিয়ে যায় অনেক বড় জায়গায়।
২০১৫ সালে চট্টগ্রাম, সাভার ও গাজীপুরে চলচ্চিত্রটির শুটিং করেন রাফি। প্রধান চরিত্রে অভিনয় করেন তুহিন, রাহিল, আপন, হৃদয়, নাজনিন প্রমুখ। তানভীর আনজুম ছিলেন ক্যামেরায়। সম্পাদনায় ছিলেন সিমিত রায় অন্তর।
ক্যানডি ফলস ফিল্মস ও কানন ফিল্মসের ব্যানারে নির্মিত হয় ‘জাহির’। সহযোগীতায় ছিলো সেহের অটিজম সেন্টার।
রায়হান রাফি বর্তমানে নির্মাণ করছেন ‘স্বপ্নবাজী’। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘পরান’ ও ‘ইত্তেফাক’ ছবিগুলো।