Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মা-বাবা হচ্ছেন শুভশ্রী-রাজ


১১ মে ২০২০ ১৩:০৪ | আপডেট: ১১ মে ২০২০ ১৪:৩১

পরিচালক রাজ চক্রবর্তী ও নায়িকা শুভশ্রী গাঙ্গুলী টলিউডের জনপ্রিয় দম্পতি। বিয়ের আগে তাদের প্রেম তো বেশ আলোচিত। আর বিয়ের পর! তাদের সোশ্যাল মিডিয়া ফলো করলে বুঝা যায় তারা দুজন বেশ সুখেই সংসার জীবন পার করছেন। দেখতে দেখতে দুই বছর হয়ে গেলো তাদের ব্যাচেলর থেকে বিবাহিত হওয়ার। সোমবার (১১ মে) তাদের বিবাহবার্ষিকী। আর এ দিনে তারা জানালেন অনেক বড় এক সুখবর। তাদের জীবনে আসছে প্রথম সন্তান।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রাজের নয়নে রেখে নয়ন, হাসি মুখের এক রোমান্টিক ছবি পোস্ট করেন শুভশ্রী। নিজের সামাজিক যোগাযোগের আইডিতে পোস্ট করা ছবিতে দুজনের গায়ে কালো রঙের কাপল টি-শার্ট। রাজের টি-শার্টে লেখা, ‘বাবা হচ্ছি’। আর শুভশ্রীর টি-শার্টে লেখা, ‘এ মেয়েটি খুব শিগগিরই মা হতে চলছে’। ‘ছোট বাবু আসছে ২০২০ সালেই’ এমনটা লেখা ছোট একটা গ্রাফিক্যাল বোর্ড ধরা রাজ চক্রবর্তীর হাতে।

বিজ্ঞাপন

ক্যাপশনটিও বেশ মজার দিয়েছেন শুভশ্রী। ‘দ্বিতীয় বিবাহবার্ষিকী উপলক্ষে খুব আনন্দের সঙ্গে সুখবর জানাচ্ছি। আমাদের জীবনে আরও একজোড়া হাত আসছে, ধরার জন্য। আসছে আরও একটা হৃদয়, ভালবাসার জন্য। আমরা অন্তঃসত্ত্বা।’

খবরটিতে পুরো তাদের ভক্তরা শুভেচ্ছার বন্যা বয়ে দিচ্ছেন। অভিনন্দন জানাচ্ছেন তাদের সহকর্মীরাও।

রাজ চক্রবর্তী শুভশ্রী গাঙ্গুলী সন্তানের মা