ইরফান ও শ্রীদেবীকে স্মরণ করলেন অমিতাভ
৯ মে ২০২০ ১৫:৫৬ | আপডেট: ৯ মে ২০২০ ১৬:০০
ইরফান খান ও শ্রীদেবী বলিউডের দুই বিখ্যাত অভিনেতা। দুজনই অকাল প্রয়াত। বিখ্যাত এ দুই শিল্পীকে স্মরণ করেছেন অমিতাভ বচ্চন। তিনি ‘খোদা গাওয়াহ’ ও ‘পিকু’ ছবির কিছু স্থিরচিত্র শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। উপলক্ষ ছিলো ছবিগুলোর ২৮ ও ৫ বছর পূর্তি। একইসাথে ইরফান ও শ্রীদেবীকে স্মরণ।
‘শাহেনশাহ’ অভিনেতা অমিতাভ ছবি দুটি থেকে ছবির কোলাজ শেয়ার করে লিখেন, ‘খোদা গাওয়ার ২৮ বছর, পিকুর ৫ বছর এবং স্মরণ তাদের দুজনকে (শ্রীদেবী ও ইরফান) যারা আমাদের ছেড়ে চলে গেছে।’
অমিতাভ আরও লিখেন, ‘এরা দুজন এত তাড়াতাড়ি চলে গেলেন। বড্ড বেশি দ্রুত। খোদা গাওয়া’র পরিচালক মুকুল এস আনন্দও তাড়াতাড়ি চলে গিয়েছেন। তার দুটি চোখই ক্যামেরার জাদুকরী লেন্স। অনেক বড় বিরতির পর যে ফ্রেম উনি সৃষ্টি করেছেন তা ছিলো অসাধারণ।’
https://www.instagram.com/p/B_72tAuh7uW/?utm_source=ig_web_button_share_sheet
‘পিকু’তে তিনি ইরফান খান ও দীপিকা পাড়ুকোনের সাথে স্ক্রিন শেয়ার করেছিলেন। তিনি লিখেন, ‘প্রতিদিনই ছিলো নতুন আবিষ্কারের আনন্দ। যা কোথাও লেখা হয়নি, কিন্তু চলে গেছে সময়গুলো।’