Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেসবুক নিয়ে বিড়াম্বনায় মৌসুমী


৯ মে ২০২০ ১৪:৩৪

জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী জনপ্রিয় নায়িকা মৌসুমী বেশ বিড়াম্বনায় রয়েছেন। ফেসবুকে কে বা কারা তার নাম ভাঙ্গিয়ে চাঁদা চাচ্ছে মানুষের কাছে। উপলক্ষ হিসেবে বলা হচ্ছে করোনাভাইরাসে আক্রান্তদের সহায়তা কিংবা অন্য কোন কিছু। সবমিলিয়ে বেশ বিব্রত মৌসুমী।

মৌসুমী বেশ ক্ষোভের স্বরে বললেন, ‘আমি অনেক বেশি বিস্মিত হয়েছি। একই সাথে হতবাকও। করোনার কারণে সবাই যখন সংকটময় সময় পার করছে তখন কারা নাকি ফেসবুকে আমার নামে চাঁদাবাজি করছে। আমার কাছের কয়েকজন মানুষ বলার পর বিষয়টা টের পাই। নিন্দা জানানো ছাড়া বলার কিছু নেই।’

বিজ্ঞাপন

শুধু চাঁদাবাজি নয় ফেসবুক নিয়ে আরও বিড়াম্বনার শিকার মৌসুমী। তিনি বলেন, ‘ফেসবুকের উপর আমার বিশ্বাস পুরোপুরি উঠে গেছে। এখন পর্যন্ত ২০-২৫টা আইডি হ্যাক হয়ে গেছে। এ পর্যন্ত যত শক্ত পাসওয়ার্ড দিই না কেনো, হ্যাকাররা ঠিকই হ্যাক করে। সব প্রমাণ দিয়েও নিজের আইডি ফেরত পাই না। অথচ আমার নামে কেউ ভুয়া আইডি চালাচ্ছে! এ ধরনের ফাজলামির কোনো অর্থ আছে?’

মৌসুমী জানালেন, তিনি বর্তমানে একটি আইডি চালাচ্ছেন যেটিতে পরিবার আত্মীয়-স্বজন মিলিয়ে ৫০ জনের মতো মানুষ যুক্ত আছেন। তিনি বলেন, ‘বর্তমানে ও আইডি দিয়েই আমি ফেসবুকে সবার পোস্ট দেখি। তবে কোন পোস্ট করি না।’

ফেসবুক বিড়াম্বনা মৌসুমী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর