মা হলেন কোয়েল মল্লিক
৫ মে ২০২০ ১৩:২৬ | আপডেট: ৫ মে ২০২০ ১৩:৩২
কলকাতার বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক মা হয়েছেন। মঙ্গলবার (৫ মে) ভোরে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। কলকাতার পার্ক স্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন কোয়েল। সেখানেই ভূমিষ্ঠ হয়েছে তার সন্তান।
গত ফেব্রুয়ারিতে নিজের ইনস্টাগ্রাম আইডিতে মাতৃত্বের খবর জানান কোয়েল নিজেই। তখন থেকে তার ভক্ত, শুভানুধ্যায়ীরা তার অনাগত সন্তানের জন্য অপেক্ষা করেছিলো। তার সবাই সন্তান জন্মের পর তাকে অভিনন্দন জানাচ্ছে।
করোনাভাইরাসের কারণে পুরো ভারত লকডাউন। ফলে অভিনেত্রীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত ছিলেন সবাই। চিকিৎসকরা জানিয়েছেন, সদ্যোজাত ও মা দু’জনেই সুস্থ আছেন।
২০১৩ সালে বিয়ে করেন প্রযোজক নিসপাল সিংহ রানে এবং কোয়েল। বিয়ের পরে কিছুটা হলেও কাজ কমিয়ে দিয়েছিলেন রঞ্জিত মল্লিকের কন্যা। তবে সুচিত্রা ভট্টাচার্যের গোয়েন্দা চরিত্র ‘মিতিন মাসি’-র ভূমিকায় দর্শকদের মন জয় করেছেন তিনি। এবার বাস্তব জীবনেও নতুন ভূমিকায় রুপালি পর্দার নায়িকা।