Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরফানের স্ত্রীর আবেগঘন স্ট্যাটাস


১ মে ২০২০ ১৮:০২

উপমহাদেশের প্রখ্যাত অভিনেতা ইরফান খান কোলন ক্যান্সারে প্রয়াত হয়েছেন মাত্রই। তার এ প্রয়ানে পৃথিবীব্যাপী ছড়িয়ে থাকা তার ভক্তরা মেনে নিতে পারছেন না। তার স্ত্রী সুতপা সিকদার তাকে নিয়ে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন।

সুতপা লিখেন, ‘আমাকে ছেড়ে কোথায় যাবে ইরফান! ও তো আমার মধ্যেই আছে। কোথাও যায়নি।’

এনডিটিভি জানায়, ইরফানের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে নিজেকে এবং অনুরাগীদের এই বার্তা দিয়েছেন ফেইসবুকে। জানিয়ে দিলেন, হেরে যাননি তিনি, কিছু হারাননি। স্বামীর স্মৃতিই তার আগামী দিনে চলার পাথেয়।

কোলনে সংক্রমণের কারণে মঙ্গলবার(২৮ এপ্রিল) রাতে মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। মারা যান পরদিন (২৯ এপ্রিল) সকালে। ইরফান খান রেখে গেলেন স্ত্রী সুতপা এবং দুই ছেলে বাবিল ও আয়ানকে। 

এর আগে ‘পিকু’ ছবির অন্যতম এই অভিনেতা বেশ কয়েক মাস ধরে মস্তিষ্কের টিউমারের সঙ্গে লড়াই করেন এবং কয়েক মাস আগে লন্ডনে চিকিৎসা শেষে মুম্বাইয়ে ফিরে আসেন তিনি।

২০১৮ সালে এই অভিনেতার শরীরে ক্যানসার ধরা পড়ে। এর চিকিৎসার মাঝে ইরফান ‘অ্যাংরেজি মিডিয়াম’ ছবির শুটিং করতে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে কিছুদিনের জন্যে ভারতে ফিরে আসেন। শুটিং শেষে ফের লন্ডনে উড়ে যান তিনি। এরপর সকলকে আশ্বস্ত করে লন্ডনে মাথার টিউমারটির অস্ত্রোপচার ও চিকিৎসা করিয়ে সেপ্টেম্বরে ভারতে ফিরে আসেন।

আবেগঘন স্ট্যাটাস ইরফান খান সুতপা