Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা নিয়ে জাজের ‘জিতবে আবার বাংলাদেশ’


৩০ এপ্রিল ২০২০ ১৭:১৭

করোনাভাইরাসের কারণে গৃহবন্দি মানুষের জীবনে একটু আনন্দ দিতে কিংবা তাদের মনের ভয় ভুলিয়ে দিতে অনেকেই অনেক কিছু করছেন। কেউবা বানাচ্ছেন স্বল্পদৈর্ঘ্য, কেউবা মিউজিক ভিডিও। দেশের শীর্ষ চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া বানালো ‘জিতবে আবার বাংলাদেশ’।

‘জিতবে আবার বাংলাদেশ’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন লিংকন। কণ্ঠ দিয়েছেন ইমরান ও নদী। গানটির ভিডিও এখন জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে।

বিজ্ঞাপন

জাজের কর্ণধার আবদুল আজিজ ‘জিতবে আবার বাংলাদেশ’র মূল পরিকল্পনাকারী। মিউজিক ভিডিটিওতে অংশ নিয়েছেন অভিনেতা ওমর সানী, অমিত হাসান, ফেরদৌস,  শিপন, রোশান, গায়ক ইমরান, নায়িকা ববি, বাঁধন, পূজা চেরি, অধরা খান ও গায়িকা নদী। ভিডিওটিতে ব্যবহার করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যও। এটি পরিচালনায় আছেন শামীম আহমেদ রনী।

https://youtu.be/p573RmbzxZs

করোনাভাইরাস জাজ জিতবে আবার বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর