সালমানের প্রশংসায় শাহরুখ
২১ এপ্রিল ২০২০ ১৮:০৬
করোনা নিয়ে সচেতনতামূলক একটি গানে কণ্ঠ দিয়েছেন বলিউড তারকা সালমান খান। ভারতের মহারাষ্ট্রের পানভেলে ফার্মহাউডে বসেই নিজের গলায় গানটি রেকর্ড করেন এবং তৈরি করেন মিউজিক ভিডিও। সালমানেরর গাওয়া সেই গানের প্রশংসায় পঞ্চমুখ বলিউড বাদশা শাহরুখ।
টুইটারে এক ব্যক্তি শাহরুখকে প্রশ্ন করেন, সালমনের গাওয়া গান শুনেছেন কিনা? নেটিজেনের এই প্রশ্নের জবাব দিয়ে কিং খান বলেন, ”ভাই কামাল কা সিঙ্গাল অউর সিঙ্গার হ্যায়। ” অর্থাৎ সালমান তো এক ঢিলে দুই পাখি মেরেছেন।
সালমন যে শুধু গানটি গেয়েছেন তা নয়, গানের কথাগুলিও তারই লেখা। সুর দিয়েছেন সাজিদ ওয়াজিদ। ইতিমধ্যেই ভাইজানের গানও গান সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছে।
সালমন খানের এই মিউজিক ভিডিওতে উঠে এসেছে করোনা নিয়ে বেশকিছু বার্তা। যেখানে একে অপরের প্রতি ভালোবাসা, সাহায্য, চিন্তা কোনও কিছুই করতে মানা করেননি সাল্লু। তবে সবকিছুই সামাজিক দূরত্ব বজায় রেখে চালিয়ে যেতে বলেছেন তিনি। পাশাপাশি, ‘সারে জাঁহা সে আচ্ছা হিন্দু সিতা হামারা’ এই বার্তা দিতেও ভোলেননি সালমন।
করোনা বিরুদ্ধে মোকাবিলায় বেশি বাহাদুরি না দেখিয়ে কিছুটা ভয় পেতেও বলেছেন সাল্লু। এমনকি গানের মাধ্যমেই এই পরিস্থিতিতে চিকিৎসক, নার্সদের কথা শুনে চলার পরামর্শও দিয়েছেন ভাইজান। সালমনের গলায় এই গানটি মন্দ লাগেনি অনেকেরই।