Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় আগেভাগেই বছর শেষ টেইলর সুইফটের


১৯ এপ্রিল ২০২০ ০৭:৩২ | আপডেট: ১৯ এপ্রিল ২০২০ ১৩:৩২

২০২০ সাল অর্ধেকও শেষ হয়নি এখনও। তবে এরইমধ্যে টেইলর সুইফটের বছর শেষ। কারণটা করোনাভাইরাস। ভাইরাসটির প্রাদুর্ভাবে সারা বিশ্ব এমনিতেই স্থবির। এমন পরিস্থিতিতে পুরো বছরের সব কনসার্ট বাতিল করে দিলেন গ্র্যামি এ্যাওয়ার্ড জয়ী মার্কিন এই সঙ্গীত শিল্পী।

এক টুইট বার্তায় টেইলর সুইফট জানিয়েছেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এ বছর সব লাইভ কনসার্ট বাতিল করার এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

টুইটারে টেইলর সুইফট লিখেন, আমি খুবই দুঃখিত, এ বছর আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে না। তবে আমি জানি এটাই সঠিক সিদ্ধান্ত।

টুইটারে সুইফট তার ভক্তদের উদ্দেশে আরও লিখেন, দয়াকরে স্বাস্থ্য ঠিক রাখুন ও নিরাপদ থাকুন। যত দ্রুত সম্ভব আপনাদের সঙ্গে স্টেজে দেখা হবে, তবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কোয়ারেনটাইনের নিয়মগুলো পালন করা যা আমাদের সবার জন্যই মঙ্গল।

টুইটারে জুড়ে দেওয়া এক বিবৃতি থেকে জানা যায়, টেইলর সুইফটের আগে থেকে নির্ধারিত কনসার্টগুলো অনুষ্ঠিত হবে ২০২১ সালে। ইতিমধ্যে এসব কনসার্টের জন্য যারা টিকিট সংগ্রহ করেছেন তাদের দেওয়া হবে নতুন টিকিট। আগামী ১ মে থেকে যুক্তরাষ্ট্রের কনসার্টগুলোর জন্য রিফান্ড প্রক্রিয়াও চালু হবে।

করোনাভাইরাস টেইলর সুইফট

বিজ্ঞাপন

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর