Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে ‘কাঠবিড়ালী’


১৮ এপ্রিল ২০২০ ১৯:৪২

নিয়ামুল মুক্তার প্রথম চলচ্চিত্র ‘কাঠবিড়ালী’। ১৭ জানুয়ারি মুক্তি পেয়ে দেশের বেশ কয়েকটি সিনেমা হলে চলেছিলো। দেখানো হয়েছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও চলচ্চিত্র উৎসবে। ভিন্ন স্বাদের গল্পের কারণে দর্শকরা লুফে নেয় ছবিটি। প্রশংসিত হয় এর গল্প বলা ও নির্মাণ শৈলী।

তবে অনেক দর্শকই সিনেমা হলে ছবিটি দেখতে পারেননি। তাদের সে আগ্রহ মিটাতে ‘কাঠবিড়ালী’ এবার উন্মুক্ত করা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে। আগামী ২৪ এপ্রিল থেকে ছবিটি দেখা যাবে ভারতীয় ভিডিও প্ল্যাটফর্ম ‘হইচই’-এ।

বিজ্ঞাপন

পরিচালক নিয়ামুল মুক্তা খবরটি নিশ্চিত করে সারাবাংলাকে বলেন, ‘আমরা আশা করছি দর্শকরা ডিজিটাল প্ল্যাটফর্মেও ছবিটি আগ্রহ নিয়ে দেখবেন। তাদের ভালোবাসার কারণে আমরা এতদূর আসতে পেরেছি।’

মুক্তা জানালেন তারা খুব শিগগিরই ‘কাঠবিড়ালি’ টেলিভিশন চ্যানেলেও মুক্তি দিবেন। এ ব্যাপারে তিনি বলেন, ‘একটি টেলিভিশন চ্যানেলের সাথে আমাদের প্রাথমিকভাবে কথা ছিলো ছবিটি এ রোজার ঈদে মুক্তি দেওয়ার। কিন্তু করোনাভাইরাসের কারণে আমাদের দুপক্ষের মধ্যকার আনুষ্ঠানিক চুক্তির কাগজে স্বাক্ষর হয়নি। তাছাড়া করোনাভাইরাসের লকডাউনের কারণে চ্যানেল কর্তৃপক্ষ চিন্তা করছে রোজা ঈদে নাকি কোরবানির ঈদে ছবিটি চালাবে। সব কিছু ঠিক হলে আমরা জানিয়ে দিবো।’

তাসনিমুল তাজের চিত্রনাট্য এবং নিয়ামুল মুক্তার রচনা ও পরিচালনায় ২০১৭ সালের ২ মার্চ শুরু হয় ‘কাঠবিড়ালী’ চলচ্চিত্রের শুটিং। নানা ধাপে টানা দুই বছর চিত্রায়ণের পর মুক্তি পেয়েছে সিনেমাটি। এতে অর্চিতা স্পর্শিয়ার বিপরীতে অভিনয় করেছেন আসাদুজ্জামান আবীর ও সাইদ জামান শাওন। আরও অভিনয় করেছেন শাহরিয়ার ফেরদৌস, শিল্পী সরকার, হিন্দোল রায়, এ কে আজাদ, তানজিনা রহমান।

বিজ্ঞাপন

প্রেম ও দ্রোহের গল্প নিয়ে নির্মিত সিনেমাটির প্রিমিয়ার গত ২৭ ডিসেম্বর পাবনার ভাঙ্গুরা উপজেলার গজারমারা গ্রামে অনুষ্ঠিত হয়। এ অঞ্চলেই হয়েছিল ছবির বেশিরভাগ শুটিং।

কাঠবিড়ালী ডিজিটাল প্ল্যাটফর্ম হইচই বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর