Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহরুখের ‘ম্যায় হুঁ না’র মাধ্যমে মুম্বাই পুলিশের করোনা সতর্কতা


১২ এপ্রিল ২০২০ ২১:১৩

মুম্বাই পুলিশ সম্পর্কে যারা জানেন তারা ভালো করেই জানেন তাদের মজার চলে বিভিন্ন তথ্য মানুষদের কাছে পৌঁছানো সম্পর্কে। বর্তমান পরিস্থিতিতেও টুইটারে চলছে তাদের এ মজায় মজায় সচেতনতা সৃষ্টির কার্যক্রম। তারা এর জন্য বলিউডের ছবির বিভিন্ন দৃশ্য ব্যবহার করছে। এখানে একটা বিষয় লক্ষণীয় মানুষকে তাদের কোন প্রকার জোর করা লাগছে না এবং খুব সহজেই তারা তাদের বার্তা পৌঁছে দিতে পারছে।

এবার মুম্বাই পুলিশ শাহরুখ খানের ‘ম্যায় হুঁ না’কে বেছে নিয়েছি তাদের এ কাজের জন্য। ছবিটির একটি দৃশ্যে শাহরুখ খান অভিনেতা সতীশ শাহের কাছ থেকে থুতুর আক্রমণের শিকার হন। মুম্বাই পুলিশ দৃশ্যটিকে বর্তমান পরিস্থিতির সাথে বেশ স্মার্টলিই মিলিয়েছে।

বিজ্ঞাপন

এক টুইটে মুম্বাই পুলিশ লিখেছে, ‘শাহরুখ খানের এ ধরনের স্টান্টের আর দরকার নেই— মাস্ক হ্যায় না!’ অর্থাৎ, থুতু কফ যাই হোক আপনি মাস্ক ব্যবহার করলে শাহরুখ খানের মতো কষ্ট করতে হবে না। মানুষ খুব সহজেই বুঝতে পারবে কফ, কাশি, থুতু এসব থেকে করোনাভাইরাস ছড়ায়। এরজন্য মাস্ক ব্যবহার করা জরুরি।

 

https://twitter.com/MumbaiPolice/status/1249146315436707840?s=20

মুম্বাই পুলিশ ম্যায় হুঁ না শাহরুখ খান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর