Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এক দো তিন’ সম্পর্কে কিছু মজার তথ্য দিলেন মাধুরী


১২ এপ্রিল ২০২০ ১৯:৫৯

অভিনেত্রী ও ড্যান্সিং ডিভা মাধুরী দীক্ষিত তার অভিনীত ‘তেজাব’ ছবির বিখ্যাত গান ‘এক দো তিন’ সম্পর্কে কিছু মজার তথ্য শেয়ার করেছেন টুইটারে।

নিজের টুইটার একাউন্টে মাধুরী ভক্তদেরকে জানান, শুটিং শুরুর ১০-১৫ দিন আগে তার বাস্তব লোকেশনে এক হাজার মানুষের সামনে রিহার্সেল করেছিলেন। এতটুকু জানিয়ে তিনি তার ভক্তদের কাছ থেকে প্রশ্ন আহ্বান করেন ‘এক দো তিন’ সম্পর্কে।

মাধুরী টুইটার পোস্টটির নিচে লিখেন, ‘গানটির হুকস্টেপ বেশ জনপ্রিয় হয়েছিলো ওই সময়ে। আমি খুবই আশ্চর্য হয়েছিলাম যখন মানুষজন সিনেমা হলে গানটি একবার চলার পর আবার চালাতে অনুরোধ করত। তাদের অনেকেই গানটি চলার সময় পর্দায় পয়সা ছুঁড়ে মারতো। সবাই আমাকে মোহনি বলে ডাকা শুরু করলো।’

একজন ভক্ত তার কাছে জানতে চান, ‘এক দো তিন’র মেইল ভার্সন শুট করা হয়েছিলো আপনার ভার্সনটির তুমুল জনপ্রিয়তার পরে। এটা আসলে এরকম গানগুলোর মধ্যে প্রথম ঘটনা। আপনি কি জানতে এটি এত জনপ্রিয়তা পাবে?’ উত্তরে মাধুরী বলেন, ‘আমি কখনই বুঝতে পারেনি গানটি এতটা পছন্দ করবে দর্শকরা। কিন্তু শেষ পর্যন্ত যা পেয়েছি তা আসলে অনেক বড় কিছু, এর অনুভূতি অন্যরকম।’

‘এক দো তিন’ গানটি ‘বাঘি ২’ ছবিতে রিমেক করা হয়েছিলো। রিমেকে অংশ নেন জ্যাকুলিন ফার্নান্দেজ। সেটিও জনপ্রিয়তা পেয়েছে।

এক দো তিন মজার তথ্য মাধুরী দীক্ষিত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর