ছয় বছর পর উপস্থাপনায় নওশীন
১ মার্চ ২০১৮ ১৫:২৩ | আপডেট: ১ মার্চ ২০১৮ ১৬:২১
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
একসময় শুধু তার কণ্ঠ শোনা যেতো। কাজ করতেন রেডিওতে, ছিলেন আরজে। ধীরে ধীরে দেখা দিলেন নওশীন। শুরু করলেন টেলিভিশন উপস্থাপনা। এখানেই শেষ নয়। তারপর শুরু করেন টিভি নাটকে অভিনয়।
এগুলোর মধ্যে শুধু অভিনয়টাই বেঁচে আছে তার। অন্যকাজগুলোতে এখন আর দিতে পারেন না সময়। উপস্থাপনার কাজটা নাকি খুবই পছন্দ করেন নওশিন। বিশেষ দিনের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপনা করেছেন তিনি। অথচ ধারাবাহিকভাবে কোনো অনুষ্ঠানে উপস্থাপনা করেন না ছয় বছর ধরে।
এই বিরতি আর বাড়তে দিলেন না নওশীন। ছোট পর্দায় ধারাবাহিক অনুষ্ঠানে ছয় বছর পর উপস্থাপনায় দেখা যাবে তাকে। বৈশাখী টেলিভিশনের নতুন গেম শো ‘লেডি উইনার’ এর উপস্থাপক হিসেবে দেখা যাবে তাকে। প্রতি শুক্রবার রাত ৮ টা ৩০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি।
অনুষ্ঠানের প্রতি পর্ব অংশগ্রহণ করবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রীরা। নাচ, গান, অভিনয়, গেম, কুইজসহ নান পর্ব থাকবে অনুষ্ঠানে। অনুষ্ঠান প্রযোজনা করেছেন এস আলী সোহেল।
সারাবাংলা/পিএ/টিএস