Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অক্ষয় এবার দিলেন ৩ কোটি রুপী


১০ এপ্রিল ২০২০ ২০:৪০

অক্ষয় কুমার আবারও প্রমাণ করলেন তিনি বাস্তবিক নায়ক। বৈশ্বিক মহামারী করোনাভাইরাস মোকাবেলায় তিনি রীতিমত ত্রাণকর্তার ভূমিকায় এসেছেন। করোনা মোকাবেলায় ভারতীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ‘পিএম কেয়ার’-এ দ্বিতীয় কোন ভাবনা ছাড়া দান করেছিলেন ২৫ কোটি রুপী। তার দেখাদেখি অন্যান্য বলিউড তারকারা এগিয়ে এসেছেন মানুষকে সহায়তা করতে।

মানব কল্যাণে বিশাল পরিমাণ আর্থিক সাহায্য দেওয়ার পর অক্ষয় এবার এগিয়ে এলেন। এবার দিলেন ৩ কোটি রুপী। বিএমসি বিভাগকে পার্সোনাল প্রোটেকটিভ ইক্যুপমেন্ট বা পিপিই বানানোর জন্য এ অর্থ দান করেন তিনি। মূলত পুরো ভারত জুড়ে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা জ্যামিতিক হারে বাড়ছে। আর এ সময় ফ্রন্ট লাইনে কাজ করছেন ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। তাদের সাধারণ মানুষদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য দরকার প্রচুর পরিমাণে পিপিই। তাই অক্ষয়ের এগিয়ে আসা।

বিজ্ঞাপন

অক্ষয় এর আগেও বহুবার মানুষের হৃদয় জয় করে নিয়েছেন নানান ধরণের সামাজিক কর্মকান্ডে নিজেকে জড়িয়ে।

অক্ষয় কুমার করোনাভাইরাস পিএম-কেয়ার