Sunday 19 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিনেমা হলে না ডিজিটালি পুনঃমুক্তি ‘বাঘী ৩’


৭ এপ্রিল ২০২০ ২০:১৫

টাইগার শ্রফ, শ্রদ্ধা কাপুর ও রিতেশ দেশমুখ অভিনীত ‘বাঘী ৩’ মুক্তি পেয়েছিলো ৬ মার্চ। করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী শুরু হওয়ায় ভারতের বিভিন্ন রাজ্যে সরকার সিনেমা হল বন্ধ ঘোষণা করে। ফলশ্রুতি বলা যায় কপাল খারাপ ‘বাঘী ৩’ প্রযোজকের। এতকিছুর পরও ছবিটির প্রথম সপ্তাহ বক্স অফিসে বেশ ভালো ছিলো।

করোনাভাইরাসের কারণে পুরো ভারত লকডাউন হয়ে যাওয়ায় ‘বাঘী ৩’র প্রযোজক বলেছিলেন তারা ছবিটি পুনঃমুক্তি দিতে চান। তখন মনে করা হয়েছিলো প্রযোজক ছবিটি সিনেমা হলে আবার চালাবেন। কিন্তু না, তিনি সিনেমা হলে নয় মুক্তি দিবেন ডিজিটাল প্ল্যাটফর্মে। আর এ মুক্তি হতে পারে মে অথবা জুনে।

বিজ্ঞাপন

কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ার কারণে ভারত জুড়ে লকডাউনের সময় বাড়তে যাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদীর ঘোষণা অনুযায়ী প্রথম ২১ দিনের লকডাউন শেষ হওয়ার কথা রয়েছে ১৪ এপ্রিল। আর লকডাউনের সময়ে যেহেতু বাড়তে যাচ্ছে তাই সিনেমা হল বন্ধের সময়সীমাও বাড়বে নিঃসন্দেহে।

এদিকে ইরফান খান অভিনীত ‘আংরেজি মিডিয়াম’ ‘ডিজনি প্লাস হটস্টার’-এ ডিজিটালি মুক্তি পেয়েছিলো ৬ এপ্রিল। এটি সিনেমা হলে মুক্তি পেয়েছিলো ১৩ মার্চ। ওইদিনই মহারাষ্ট্র রাজ্য সরকার রাজ্যের সকল সিনেমা হল বন্ধ ঘোষণা করেছিলো।

করোনাভাইরাস পুনঃমুক্তি বাঘী ৩

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর