Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফোর্বসের তালিকায় রাবা খান


২ এপ্রিল ২০২০ ১৮:৪০

অর্থনীতি বিষয়ক বিখ্যাত ম্যাগাজিন ফোর্বস। বিশ্বের সবচেয়ে সম্পদশালী মানুষের তালিকা প্রকাশ করেন তারা। এছাড়া বিভিন্ন বিষয়ের উপর তারা তালিকা করে। তাদের এ তালিকা বেশ গ্রহণযোগ্য। এবার তারা প্রকাশ করেছে ৩০ বছরের কম বয়সী এশিয়ার ৩০ জন উদ্যোক্তরা ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকা। আর এ তালিকায় উঠে এসেছেন জনপ্রিয় আরজে ও ভিডিও নির্মাতা রাবা খান।

বৃহস্পতিবার (২ এপ্রিল) মার্কিন ম্যাগাজিন ফোর্বস ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকা প্রকাশ করে। রাবা খানকে এ তালিকায় একজন ‘এন্টারটেইনার’ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। ২০ বছর বয়সী রাবার উদ্যোগের নাম ‘দ্য ঝাকানাকা প্রজেক্ট’।

বিজ্ঞাপন

ফোর্বস জানিয়েছে, সারাবিশ্ব থেকে তিন হাজার এশীয় নাগরিকের নাম জমা পড়ে। অনলাইনে জমা পড়া মনোনয়নগুলো থেকে রাবা খান শীর্ষ ৩০ এ উঠে আসেন।

‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকাটি ফোর্বস ম্যাগাজিন পঞ্চমবার প্রকাশ করলো।

দ্য ঝাকানাকা প্রজেক্ট ফোর্বস ম্যাগাজিন রাবা খান

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর