Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাই-ফাই থ্রিলার বানাবেন সানী সানোয়ার


১ এপ্রিল ২০২০ ১৭:৩৬

সানী সানোয়ার—পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা। বাংলাদেশের প্রথমে পুলিশ অ্যাকশন থ্রিলার ‘ঢাকা অ্যাটাক’র কাহিনিকার ও অন্যতম প্রযোজক হিসেবে বেশ আলোচিত। ছবিটি জিতে নিয়েছিলো চারটি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সম্প্রতি ফয়সাল আহমেদের সাথে যৌথভাবে পরিচালনা করেছেন ‘মিশন এক্সট্রিম’। এবার তিনি ঘোষণা দিলেন একটি সাই-ফাই থ্রিলার অর্থাৎ বৈজ্ঞানিক কল্পকাহিনি নির্ভর ছবি নির্মাণের।

পাঁচ বছরের চেষ্টায় ছবিটির কাহিনি লিখা শেষ করেছেন সানী সানোয়ার। তিনি বলেন, ‘এটি আমার অত্যন্ত প্রিয় একটি গল্প। এতটা বছর ধরে আমার মাথায় কিলবিল করছিলো। একটু বেশি সময় নিয়েই লিখেছি, যাতে অন্য কোন গল্পের সাথে মিল না পরে।’

বিজ্ঞাপন

‘গল্পটি আমাদের চলমান জীবনেরই। এখানে দু-একটি চরিত্র থাকে যাদের বিজ্ঞানভিত্তিক জ্ঞান অনেক বেশি। তারা সে জ্ঞানকে কাজে লাগিয়ে এ দেশ ও এর সমাজকে সামনে এগিয়ে নেয়’—বললেন সানী।

সানী আরও বলেন, ‘এ ছবি থেকে কিশোররা পাবেন দেশকে নিয়ে অনেক বড় মোটিভেশন এবং প্রাপ্ত বয়স্করা পাবেন ভালো একটি থ্রিলার গল্প।’

প্রাথমিকভাবে ছবিটির শুটিং শুরুর পরিকল্পনা আগামী নভেম্বর থেকে। আগামী এক দেড় মাস পরে ছবির বিভিন্ন চরিত্রের অভিনয় শিল্পীদের নাম ঘোষণা করবেন বলে জানালেন।

নাম ঠিক না হওয়া ছবিটি প্রযোজনা করবে ক্রপ ক্রিয়েশন। একই প্রযোজনা সংস্থা থেকে নির্মিত হয়েছে ‘মিশন এক্সট্রিম’। এ ঈদে মুক্তির কথা ছবিটির। পোস্ট প্রোডাকশনের কাজ কীভাবে চলছে করোনাভাইরাসের মহামারীর ভিতরে।

সানী সানোয়ার বলেন, ‘আমাদের কাজ অনেকটা ধীরে এগোচ্ছে। যেসব কাজ দেশের বাইরে করার কথা ছিলো সেগুলো আপাতত করা যাচ্ছে না। তবে যেগুলো ঘরে বসেই করা যায়, সেগুলো এগিয়ে নিচ্ছি।’

বিজ্ঞাপন

মিশন এক্সট্রিম সাই-ফাই থ্রিলার সানী সানোয়ার

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর