Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মিউজিক ফর পিস’ এফবি লাইভ


৩১ মার্চ ২০২০ ১৯:৫৭

দেশি-বিদেশি তারকা শিল্পীদের অংশগ্রহণে গান-কথায় সচেতনতা তৈরীতে গানবাংলা টেলিভিশন আয়োজন করেছে ‘মিউজিক ফর পিস-এফবি লাইভ’। প্রতিদিন রাত ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত দুটি লাইভ প্রচারিত হচ্ছে গানবাংলা টেলিভিশনের ফেসবুক পেইজে।

দেশের গণ্ডি পেরিয়ে অনুষ্ঠানটিতে ‘মিউজিক ফর পিস’ প্লাটফর্মের সক্রিয়তায় বিশ্বের নানা প্রান্ত থেকে প্রতিদিনই যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক খ্যতিসম্পন্ন তারকা শিল্পীরা। ইতিমধ্যেই এতে যুক্ত হয়ে গান-কথায় মানুষকে মাতিয়েছেন প্রায় শ’খানের তারকা। প্রতিদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি উপভোগ করছেন লাখো দর্শক।

বিজ্ঞাপন

৩১ মার্চ এ আয়োজনের অতিথি হয়েছেন উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী কৈলাশ খের, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি, ভারতীয় যন্ত্রশিল্পী সঞ্জয় দাস, করপোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলা,  বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ঐশি ও লাবিক কামাল গৌরব।

২৮ মার্চ থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানটির পথ চলায় ৩০ মার্চ থেকে যুক্ত হয়েছে জাতিসংঘের সহায়ক সংস্থা ইউএনডিপি।

৩০ মার্চ  কৌশিক হোসেন তাপসের সঞ্চালনায় গানবাংলা-ইউএনডিপির এ আয়োজনে উপস্থিত ছিলেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জী, ভারতীয় খ্যতিমান যন্ত্রশিল্পী সঞ্জয় দাস, রাশিকা শেখর, বাংলাদেশের হৃদয় খান, কোনাল, জেফার। এটি সম্প্রচার সমন্বয় করছেন সংগীশিল্পী জুয়েল মোর্শেদ।

এফবি লাইভ গানবাংলা মিউজিক ফর পিস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর