Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দীপিকা-ক্যাটরিনার খুঁনসুটি


২৭ মার্চ ২০২০ ১৭:৫৩

দীপিকা পাড়ুকোনের স্ট্যাটাস দিয়েছেন ক্যাটরিনা কাইফের বিরুদ্ধে। কিছুদিন আগে ক্যাটরিনা করোনাভাইরাসের কারণে যারা কোয়ারেনটাইনে আছেন তারা কীভাবে বাসার থালা-বাটি মাজবেন তার উপর ভিডিও দিয়েছেন। আর এ নিয়ে ‘পদ্মাবতী’ দীপিকা আইডিয়া চুরির অভিযোগ এনেছেন ক্যাটরিনা কাইফের বিরুদ্ধে।

রাগের ইমোজি দিয়ে বুঝিয়েও দিলেন ক্যাটের উপর কতটা ক্ষুব্ধ তিনি। এই সংকটময় পরিস্থিতিতে কেমন করে এমন টা করতে পারলেন ক্যাট বিশ্বাসই হচ্ছে না দীপিকার!

বিজ্ঞাপন

রাগের ইমোজি দিয়ে বুঝিয়েও দিলেন ক্যাটের উপর কতটা ক্ষুব্ধ তিনি। এই সংকটময় পরিস্থিতিতে কেমন করে এমন টা করতে পারলেন ক্যাট বিশ্বাসই হচ্ছে না দীপিকার!

ঠিক কী হয়েছে? কয়েকদিন আগে ইনস্টাগ্রামে সহজে বাসন কী ভাবে মাজতে হয় সে বিষয়ে ক্যাটরিনার ভিডিও টিউটোরিয়াল সোশ্যাল মিডিয়ায় প্রচুর শেয়ার হয়েছিলো। দীপিকার দাবি, বাসন মাজার আইডিয়া নাকি আদপে তার। ক্যাটরিনা সেটা চুরি করে নিয়েছেন। দীপিকা ভেবেছিলেন বাসন মাজার ভিডিও পোস্ট করবেন। কিন্তু সেখানেই তাকে ক্লিন বোল্ড করে ট্রফি নিয়ে এগিয়ে গিয়েছেন ক্যাট।

উত্তরে ক্যাট কী বললেন জানেন? হাসি চেপে রাখতে পারেননি অভিনেত্রী। উল্টে দীপিকা যাতে সাবধানে থাকেন সে কথাও কমেন্টে লেখেন তিনি। সুতরাং বুঝতেই পারছেন, চুরি করার অভিযোগ, রাগের ইমোজি…সবটাই আসলে মজার ছলেই।

ক্যাট-দীপ্পির বন্ধুত্ব ইদানিং যে বেশ ভাল তাদের ইনস্টাগ্রাম অনুসরণ করলেই বোঝা যায়।

ক্যাটরিনা কাইফ দীপিকা পাড়ুকোন

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর