ম্যাডোনার কোয়ারেনটাইন ভিডিও নিয়ে তোলপাড়
২৩ মার্চ ২০২০ ১৩:২৬ | আপডেট: ২৩ মার্চ ২০২০ ১৫:১৭
নভেল করোনাভাইরাস সংক্রমণের হাত থেকে বাঁচতে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের নাগরিকদের বাধ্যতামূলক কোয়ারেনটাইনে থাকার পরামর্শ দিয়েছে সরকার। অনেকেই আবার স্বাস্থ্যগত পরিস্থিতি অবনতি হওয়ায় নিজ উদ্যোগে কোয়ারেনটাইনে চলে গেছেন। তাদের মধ্যে রয়েছেন তারকা খেলোয়াড়, অভিনেতা, সংগীতশিল্পীসহ আরও অনেকেই।
সম্প্রতি বিশ্বনন্দিত পপস্টার ম্যাডোনার একটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে তোলপাড় চলছে। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে তিনি তার এই ভিডিওটি প্রকাশ করেছেন।
টুইটারে প্রকাশিত ওই ভিডিওতে ম্যাডোনা করোনাভাইরাস সম্পর্কে তার অনুভূতি বর্ণনা করেছেন। তবে ভিডিওটি অন্যান্য তারকাদের কোয়ারেনটাইন ভিডিওর মতো নয়। ভিডিওতে ম্যাডোনাকে দেখা যায় সম্পূর্ণ নগ্ন অবস্থায় একটি বাথটাবের ভেতরে, তার শরীরে ওপরে ফুলের পাপড়ি ছড়ানো।
https://twitter.com/Madonna/status/1241768707631841281
তিনি কথা বলছিলেন কিভাবে এই বিশ্বমহামারি মানুষের জীবন বদলে দিয়েছে। কিভাবে এই মহামারির মাধ্যমে সব মানুশ একই কাতারে নেমে এসেছে। তিনি আরও বলেছেন, এইটাই হলো করোনাভাইরাসের সবচেয়ে ভালো দিক, এই ভাইরাস আমাদের সবাইকে একই কাতারে নামিয়ে এনেছে।