Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অক্ষয়ের নায়িকা বাণী


১৯ মার্চ ২০২০ ১৩:১৯

বাণী কাপুরের বলিউড অভিষেক হয়েছিলো গত বছর ‘ওয়্যার’ দিয়ে। তার বিপরীতে ছিলো হৃতিক রোশন ও টাইগার শ্রফ। কিন্তু ছবিটি ব্লকবাস্টার হওয়ার পরেও তার নতুন ছবির খবর শোনা যাচ্ছিলো না। অবশেষে বাণী তার দ্বিতীয় ছবির সাথে যুক্ত হয়েছেন।

অক্ষয় কুমার অভিনীত ‘বেল বটম’-এ তাকে দেখা যাবে। তিনি অক্ষয়ের স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন এবং তার চরিত্রটি অনেক গুরুত্বপূর্ণ।

বাণী সপ্তাহখানেক ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন এবং তার চরিত্রটি গতানুগতিক কিছু নয়। বর্তমানে নির্মাতারা তার লুক নিয়ে কাজ করছেন।

সারা পৃথিবীতে চলমান করোনাভাইরাস আতঙ্কের কারণে এক দেশের সাথে আরেক দেশের বিমান চলাচল বন্ধ। তাই পুরো টিম অপেক্ষা করছে এ সংকট থেকে উত্তরণের।

‘বেল বটম’ ছবির জন্য আশির দশকের আদলে সেট নির্মাণ করা হচ্ছে। সেটের বাইরের লোকেশনগুলোও ওইসময়ের মত রাখা হবে।

রঞ্জিত এম তেওয়ারি ‘বেল বটম’ বানাচ্ছেন ভারতের ভুলে যাওয়া কিছু নায়কদের গল্প বলার জন্য। সত্য ঘটনা অবলম্বনে ছবিটির কাহিনি লিখেছেন অসীম অরোরা এবং পারভেজ শাইখাঁদ। নির্মাতারা ছবিটিকে বলছেন ‘উচ্চমানের গোয়েন্দা থ্রিলার’।

‘বেল বটম’ প্রযোজনা করছেন বাসু বাগনানি, জ্যাকি বাগনানি, পূজা এন্টারটেইনমেন্টের দীপশিখা দেশমুখ। সহ-প্রযোজক হিসেবে রয়েছেন মনিষা আদভানি ও এম্মে এন্টারটেইনমেন্টের নিখিল আদভানি। ছবিটি মুক্তি পাবে আগামী বছরের ২ এপ্রিল।

অক্ষয় কুমার বাণী কাপুর বেল বটম

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর