Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বেঙ্গল বয়েজ’র নতুন দুই


১৮ মার্চ ২০২০ ১৭:৫০

সত্তরের দশকে আজম খান, ফকির আলমগীদের হাত ধরে বাংলাদেশে ব্যান্ড সঙ্গীতের যাত্রা। তরুণ প্রজন্মের কাছে তুমুল জনপ্রিয়তা পায় দলগুলো। একের পর শ্রোতাপ্রিয় গান প্রকাশ করে দলগুলো। সে স্রোতে ভাটা পরে নব্বই দশকের পর থেকে। এক ধরণের শূন্যতা সৃষ্টি হয় এ জগতে।

নব্বইয়ের পর অনেক ব্যান্ড দল তৈরি হলেও নিয়মিত হতে পেরেছে খুব কম দলই। সবমিলিয়ে নবীন ক্ল্যাসিকাল রক ঘরানার ব্যান্ড দল ‘বেঙ্গল বয়েজ’ চেষ্টা করে যাচ্ছে শ্রোতাদের ভালো কিছু উপহার দিতে। সে প্রচেষ্টার অংশ হিসেবে প্ল্যানটাস্টিক কমিউনিউকেশনের ব্যানারে তাদের প্রথম মিউজিক ভিডিও আসছে। ‘বাটপার’ শিরোনামের ভিডিওটি প্রকাশিত হবে আগামী ২০ মার্চ।

বিজ্ঞাপন

এছাড়া দলটির আরও একটি মিউজিক ভিডিও ‘স্বপ্ন’ প্রকাশের অপেক্ষায় রয়েছে।

‘বেঙ্গল বয়েজ’র ভোকাল নাঈম জানান, ‘আমরা বর্তমানে এ দুটি গান নিয়ে ব্যস্ত সময় পার করছি। গানগুলো একই সময়ে ইউটিউব ও ফেসবুকে প্রকাশ করবো। আর এখন থেকে আমরা নিয়মিতই নতুন গান নিয়ে আসবো।’

বেঙ্গল বয়েজের লাইনআপঃ

লিডার ও ভোকাল- নাইম মুর্তাজা, গিটার-গীটার: অমিত ও সিফাত, বেজ-পৃথিল, পারকাশন-জিকো,  কিবোর্ড-শিশির, ড্রামস-রুবেল।

বাটপার বেঙ্গল বয়েজ স্বপ্ন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর