Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৮ থেকে ২ এপ্রিল পর্যন্ত সকল সিনেমা হল বন্ধের ঘোষণা


১৬ মার্চ ২০২০ ১৬:৩০ | আপডেট: ১৬ মার্চ ২০২০ ২০:৩৬

বিশ্ব জুড়ে করোনাভাইরাস এক আতঙ্কের নাম। পৃথিবীর অনেক দেশের বড় বড় শহর লক ডাউন করে দেওয়া হয়েছে ভাইরাসটির হাত থেকে বাঁচার জন্য। পিছিয়ে গেছে ‘জেমস বন্ড’ সিরিজসহ অনেক ছবির মুক্তি। দেশ বিদেশে বন্ধ হচ্ছে একের পর সিনেমার শুটিং। ভারতের কয়েকটি রাজ্যে সকল সিনেমা হল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশে সোমবার ঘোষণা এসেছে স্কুল-কলেজ বন্ধের। অনেকেই দাবি জানাচ্ছিলেন সিনেমা হলও বন্ধ রাখার। সেই দাবির প্রেক্ষিতে সিনেমা হল বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন হল মালিকরা। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু সারাবাংলাকে খবরটি নিশ্চিত করেছেন। পরে সোমবার (১৬ মার্চ) বিকেলে  এ বিষয়ে প্রযোজক পরিবেশক সমিতি আনুষ্ঠানিক ঘোষণা দেয়।

বিজ্ঞাপন

খোরশেদ আলম খসরু বলেন, ‘দেশের এ পরিস্থিতে সিনেমা হলগুলোতে দর্শক এমনিতে আসছে না। তাছাড়া এ ভাইরাস সংক্রামক। তাই আপাতত ২ এপ্রিল পর্যন্ত সিনেমা হল বন্ধ থাকবে। এরপর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।’

খসরু আরও বলেন, ‘যেহেতু সরকার স্কুল, কলেজ সব বন্ধ করে দিচ্ছে তাই আমাদের হল খোলা রেখে তো লাভ নেই।  আর জীবনের চেয়ে বড় তো কিছু নেই।’

হল মালিকদের নেতা মিয়া আলাউদ্দিন বলেন, ‘আমাদের অনেক হল মালিক নিজ উদ্যোগে হল বন্ধ রেখেছেন। অনেকে সমিতির সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন। এখন ভালোই হলো।’

এ দিকে এ মহুর্তে হল বন্ধের সিদ্ধান্ত হলে কী করবেন? এমন প্রশ্নে রাজধানীর অভিজাত সিনেমা হল স্টার সিনেপ্লেক্সের সিনিয়র মার্কেটিং কর্মকর্তা মেউবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘এটা যদি সরকারের তরফ থেকে রাখতে বলা হয়, তাহলে অবশ্যই আমরা মানব। কারণ সবার আগে মানুষের জীবন।’

বিজ্ঞাপন

করোনাভাইরাস টপ নিউজ সিনেমা হল বন্ধ

বিজ্ঞাপন

এক মিনিটে নেইমারের আয় ৩০ কোটি!
১২ জানুয়ারি ২০২৫ ১৫:৪০

আরো

সম্পর্কিত খবর