ঈদে আসবে শাকিবের ‘বিদ্রোহী’
১৫ মার্চ ২০২০ ১৭:১০
একধরনের আশঙ্কা তৈরি হয়েছিলো শাকিব খানের ভক্তদের মধ্যে। ঈদের মাত্র দুমাস বাকি, এখন পর্যন্ত এ ঈদে তার কোন ছবি আসবে তা নিয়ে কোন পরিষ্কার ঘোষণা আসছিলো না। অবশেষে তাদের শঙ্কা থেকে মুক্তি ঘটছে। শাকিব খান অভিনীত ‘বিদ্রোহী’ ঈদে আসার ঘোষণা দিয়েছে।
‘বিদ্রোহী’র প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়ার পক্ষ থেকে রবিবার (১৫ মার্চ) দুপুরে এ ঘোষণা দেওয়া হয়। ছবির পরিচালক শাহীন সুমন সারাবাংলাকে বলেন, ‘আমাদের ছবিটি ঈদে আসছে। আগামীকাল (১৬ মার্চ) সেন্সর হয়ে যাবে।’
দোলোয়ার হোসেন দিল লিখেছেন ‘বিদ্রোহী’র চিত্রনাট্য। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বুবলি ও নবাগত মৃদুলা। এছাড়া আরও আছেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা শানু, ডন, সাবেরি আলম প্রমুখ।
নির্মাণাধীন অবস্থায় চলচ্চিত্রটির নাম কয়েকবার পরিবর্তন করা হয়। ২০১৮ সালে মাননীয় সরকার একটা প্রেম দরকার নামে মহরত অনুষ্ঠিত হয়। চিত্রগ্রহণের সময় তিনবার নাম পরিবর্তন করে যথাক্রমে কালপ্রিট ,একটু প্রেম দরকার ও ক্রিমিনাল রাখা হয়। সর্বশেষ সেন্সর বোর্ডে চলচ্চিত্রটি ‘বিদ্রোহী’ নামে জমা দেয়া হয়।