Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রাজশাহীর রসগোল্লা’ নিয়ে আফজাল হোসেন


১৫ মার্চ ২০২০ ১৬:০৬

ফরিদুর রেজা সাগরের কিশোর উপন্যাস ‘ছোটকাকু’ অবলম্বনে আফজাল হোসেন নির্মাণ করেছেন চলচ্চিত্র ‘রাজশাহীর রসগোল্লা’। যার স্যুটিং হয়েছে রাজশাহীর বিভিন্ন জায়গায়। রহস্য ও রোমাঞ্চকর গল্পের এ চলচ্চিত্রটি পাশাপাশি ছোটকাকু চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন নিজেই। একটি বিশেষ চরিত্রে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদসহ অন্যান্য চরিত্রে অর্ষা ও সীমান্ত। এটি চ্যানেল আইতে প্রচারিত হবে মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ৩টা ০৫ মিনিটে।

বিজ্ঞাপন

রাজশাহীর রসগোল্লা চলচ্চিত্রটির গল্পে দেখা যাবে- গাড়ী ছুটছে ত্রিশ মাইল গতিতে। কিন্তু ছোটকাকুর মনের ভেতরে চিন্তা হাজার মাইল গতির। ছোটকাকু এসেছিলেন গানের স্যুটিংয়ে কিন্তু তার বদলে জড়িয়ে যাচ্ছেন এ কিসের মধ্যে। গাছপালার আড়ালে লোহার তৈরি বিশাল দেয়াল। লোহার পাত ও রং দিয়ে বানানো যেন একটি খাঁচা। তার ভেতরেই বিশাল দুর্গের মতো একটি বাড়ি। বাড়ির গেটটা খুলে দিতেই যা চোখে পড়লো, তাতে ভিমড়ি খাবার অবস্থা। রাজশাহীতে ফেলে আসা ছোটকাকুদের দুটি মাইক্রোবাস দাঁড়িয়ে আছে এই বাড়িতেই।

মল্লিকপুর। ১৯৭১-এ মহান মুক্তিযুদ্ধের সময়ে নামটি বেশ অহংকারের সঙ্গে উচ্চারিত হয়। মল্লিকপুরের সেই প্রাচীন বটগাছের একটি জায়গায় একটা সুড়ঙ্গ আছে। সুড়ঙ্গ মুখে আলাদা ঘাস লাগানো। তার মানে এর নীচে কিছু একটা আছে…!

রহস্য রোমাঞ্চের ছোটকাকু সিরিজের এবারের গল্পে দেখা যাবে এমনই সব ঘটনা।

আফজাল হোসেন চ্যানেল আই ছোটকাকু ফরিদুর রেজা সাগর রাজশাহীর রসগোল্লা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর