করোনা আতঙ্কের মধ্যেই মেক্সিকোতে মিউজিক ফেস্টিভাল
১৫ মার্চ ২০২০ ১২:৩৭ | আপডেট: ১৫ মার্চ ২০২০ ১৩:১৪
চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ রোগের প্রাদুর্ভাবের কারণে সবদেশেই জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। তার মধ্যেই মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে আয়োজিত হচ্ছে দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ মিউজিক ফেস্টিভাল – ভাইভে ল্যাটিনো। রোববার (১৫ মার্চ) এ খবর জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
এপি জানিয়েছে, শনিবার (১৪ মার্চ) ভাইভে ল্যাটিনো কনসার্টের প্রথমদিনে হাজার হাজার সংগীতপ্রেমীকে উৎসবস্থলে উপস্থিত হতে দেখা গেছে। আয়োজকরা জানিয়েছেন, দুই দিনের আয়োজনের প্রায় ৭০ হাজার টিকেট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে। জনপ্রিয় ব্যান্ড গানস অ্যান্ড রোজেস, কার্লস ভাইভেস এবং জো এই আয়োজনে অংশ নেবে বলে নিশ্চিত করেছেন আয়োজকরা।
আয়োজক সূত্রে জানানো হয়েছে, কোভিড-১৯ রোগে আক্রান্তদের শনাক্ত করতে নতুন ধরনের একটি ফিল্টার ব্যবহার করা হচ্ছে। কনসার্টে ঢুকতে চাওয়াদের শরীরের তাপমাত্রা পরীক্ষার পাশাপাশি এন্টিব্যাকটেরিয়াল জেল ব্যবহার করা হচ্ছে।
কিন্তু, কনসার্টের মূল আয়োজনে তেমন কোনো পরিবর্তন আনা হয়নি। এখানে ভক্তরা একসঙ্গে এক স্টেজ থেকে অন্য স্টেজে ছুটে যাচ্ছেন এবং যে কোনো পারফর্মেন্সের পরই তারা একত্রে উল্লাস প্রকাশ করছেন।
এই আয়োজনে অংশ নেওয়া একজন অ্যালান মিরান্ডা এপিকে জানিয়েছেন, তার মনে হয়েছে এই বড় জনসমাগমে এসে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনায় অনেকেই বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছেন।
তবে এই আয়োজনে অংশ না নেওয়া অনেক শিল্পী জানিয়েছেন, জনগণের নিরাপত্তার কথা না ভেবে এই ধরনের আয়োজন চালিয়ে যাওয়া কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানহীন আচরণ, যা মেনে নেওয়া যায় না।
করোনাভাইরাস কোভিড-১৯ ভাইভে ল্যাটিনো মিউজিক ফেস্টিভাল মেক্সিকো সিটি