Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাদেরও বিমান আছে


১৪ মার্চ ২০২০ ১৬:৪১

বলিউড অভিনেত্রীদের বিলাশবহুল জীবনের কথা আমরা প্রায়ই শুনে থাকি। তবে বলিউডের অনেক অভিনেত্রীদের বিলাশবহুল জীবনে যোগ হয়েছে বিমান, নিজেদের ব্যক্তিগত প্রয়োজন কিংবা প্রিয়জনদের সাথে দূরে কোথাও ঘুরতে বিমান ব্যবহার করে তারা। আজ জানবো এমন বলিউড অভিনেত্রীদের সম্পর্কে।

শিল্পা শেঠি

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি অভিনয় করেছেন ৪০টি বলিউড, তামিল, তেলেগু এবং কন্নড় সিনেমায়। অনেকটা বিলাশবহুল জীবনযাপন করেন তার স্বামী রাজ কুন্দ্রাকে নিয়ে। তাদের রয়েছে ব্যক্তিগত জেট বিমান, তারা দূরে কোথাও গেলে এই বিমানটি ব্যাবহার করেন।

সানি লিওন

অভিনেত্রী, ব্যবসায়ী, মডেল এবং সাবেক পর্নোতারকা সানি লিওন একজন ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় নাগরিক। অনেক ব্যয়বহুল জীবনযাপন করেন তিনি। তারও রয়েছে একটি জেট বিমান। ব্যাক্তিগত প্রয়োজনে এই বিমানটি ব্যাবহার করেন তিনি।

মল্লিকা শেরাওয়াত

তামিল, কন্নড়, হিন্দি, ইংরেজি এবং চীনা ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন সাবেক মডেল মল্লিকা শেরাওয়াত। ব্যক্তিগত জীবনে তিনি সৌখিন ও বিলাশবহুল। তার ব্যবহারের জন্য রয়েছে একটি প্রাইভেট বিমান।

প্রিয়াঙ্কা চোপড়া

শুধু বলিউডই নয় প্রভাবশালীদের তালিকায়ও নিজের নাম জুড়ে দিয়েছে এই অভিনেত্রী। ব্যক্তিগত প্রয়োজনে কিংবা প্রিয়জনদের সাথে ঘুরে বেড়ানোর জন্য কিনেছেন একটি জেট বিমান।

মাধুরী দিক্ষীত

অভিনেত্রী, প্রযোজক ও টেলিভিশন ব্যক্তিত্ব মাধুরী দিক্ষীত। তাকে বলিউডের সেরা অভিনেত্রীও বলা হতো। এখন তিনি বলিউডে নেই তবে তার বিলাশবহুল জীবনের জন্য তিনি ব্যবহার করেন একটি জেট বিমান।

ঐশ্বর্যা রাই

বিজ্ঞাপন

বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্রসহ চল্লিশটিরও বেশি হিন্দী, ইংরেজি, তামিল এবং বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন ঐশ্বর্যা রাই। নিজের সৌন্দর্যের জন্য তিনি ব্যাপক পরিচিত। তার ব্যক্তিগত ব্যবহারের জন্য রয়েছে একটি প্রাইভেট বিমান।

বলিউড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর