Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার বিদেশ সফর বাতিল সালমান-হৃতিকের


১৩ মার্চ ২০২০ ১৫:২৫

করোনাভাইরাসকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যা (হু)। পৃথিবীর শতাধিক দেশে ভাইরাসটিতে আক্রান্ত রোগী পাওয়া গিয়েছে। মারা গেছেন এখন পর্যন্ত তিন হাজারের মত মানুষ। যার কারণে কিছুদিন আগে দুবার ‘রাধে’র শুটিং বাতিল করেন সালমান খান। এবার তিনি তার আমেরিকা ও কানাডা সফর বাতিল করেছেন। একই কাজ করছেন হৃতিক রোশন।

সালমান খান প্রতি বছর মার্চ-এপ্রিলে একবার বিশ্ব সফরে বের হন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তিনি আমেরিকা ও কানাডাতে তার সমস্ত অনুষ্ঠান স্থগিত করেছেন। সালমানের আটলান্টা, ডেট্রয়েট, বোস্টন, টরন্টো, ডালাস, হিউস্টন, সান জোশ শহরগুলোতে বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিলো। আর এগুলো অনুষ্ঠিত হবার কথা ছিলো ৩ থেকে ১২ এপ্রিল।

বিজ্ঞাপন

আয়োজক সোহেল খান জানান, আমরা মনে করছি এ মুহুর্তে আয়োজনটি পুরো টিম এবং সালমানের ভক্ত সবার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। সমস্ত শঙ্কা কেটে গেলে আমরা নতুন করে তারিখ ঘোষণা করবো।

অন্যদিকে হৃতিক রোশনেরও সান জোশ, নিউ জার্সি, ডালাস, শিকাগো, ওয়াশিংটন, আটলান্টায় বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ ও পারফর্ম করার কথা ছিলো। সবমিলিয়ে নয়দিনের একটি সফর ছিলো। তার অনুষ্ঠানের আয়োজকরাও বলছে সুবিধাজনক সময়ে আবার আয়োজনটি করা আবার হবে।

করোনাভাইরাস সফর বাতিল সালমান খান হৃতিক রোশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর