Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিযোগীকে চড়, সমালোচিত নেহা


১৩ মার্চ ২০২০ ১৪:৩৪

নেহা ধুপিয়া ‘রোডিস রিভ্যুলেশন’ নামক একটি রিয়্যালিটি শোতে অন্যতম প্রধান দলনেতা হিসেবে আছেন। তিনি সম্প্রতি গণমাধ্যমের শিরোনাম হয়েছেন শোটিতে একজন প্রতিযোগীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।

শোটির প্রোমেতে দেখা যায়, একজন প্রতিযোগী বলছেন তিনি তার প্রেমিকা চড় মেরেছেন। আর এ চড়ের কারণ একই সময়ে আরও পাঁচটি ছেলের সাথে সম্পর্ক রাখা। কিন্তু বিষয়টি ভালো লাগেনি নেহা ধুপিয়ার। কিন্তু প্রতিযোগীটিকে চড় মেরে বসেন এ বলে, তার কোন অধিকার নেই মেয়েটিকে চড় মারার। বিষয়টি পুরোপুরি ওই মেয়ের পছন্দের উপর সে কয়টি ছেলেকে একই সময়ে চায়। সে তোমার সাথে প্রতারণা করেছে, এর কারণ খুব সম্ভবত সে তোমাকে হুমকি মনে করেছিলো। তাই বলে কেউ তোমাকে অধিকার দেয়নি মেয়েটিকে চড় মারার।

বিজ্ঞাপন

এ ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে। আর এ নিয়ে বিদ্রুপের শিকার হয়েছেন নেহা। অধিকাংশ মানুষ তাকে ‘ভুয়া নারীবাদী’ বলছে। কারণ, অনলাইনে আরেকটি ভিডিও পাওয়া যাচ্ছে যেখানে দেখা যাচ্ছে অন্য আরেকটি শোতে নেহা একজন নারী প্রতিযোগীর প্রশংসা করছেন। ওই নারী একজন পুরুষের গায়ে হাত তুলে ছিলো একই সময়ে চারজন মহিলার সাথে সম্পর্ক রাখার দায়ে।

নেহা ধুপিয়া রোডিস রিভ্যুলেশন সমালোচনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর