Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যাকশনে ভরপুর টিজার


১২ মার্চ ২০২০ ১৯:৫৬ | আপডেট: ১২ মার্চ ২০২০ ২০:৩১

বৃহস্পতিবার (১২ মার্চ) প্রকাশিত হলো ‘মিশন এক্সট্রিম’র টিজার। টিজারটি শুধু আরিফিন শুভর ভক্তরা না যারা অ্যাকশন ছবি ভালোবাসেন তেমন দর্শকরাও পছন্দ করবেন। ইতিমধ্যেই টিজারের নিচে করা দর্শকদের মন্তব্যে তার আভাস মিলছে।

সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত ‘মিশন এক্সট্রিম’ মুক্তি পাবে আসছে রোজার ঈদে। আনুষ্ঠানিক প্রচারণার অংশ হিসেবে প্রকাশিত হলো ছবির টিজার।

টিজারটির শুরু থেকে শেষ অ্যাকশনে ভরপুর। একের পর এক খুন, সন্ত্রাসীদের পেছনে পুলিশের বিশেষ ইউনিট সিআরটির ধাওয়া। শুধু দুয়েকবার শোনা গেল কিছু সংলাপ—আর ইউ রেডি? আমরা প্রস্তুত আছি। খোদা হাফিজ তরিক ভাই।

দেড় মিনিট দৈর্ঘ্যের টিজারটি ইঙ্গিত দিচ্ছে বিদেশি কোন অপশক্তির বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের বিশেষ অভিযানের। যার নেতৃত্বে আছেন আরিফিন শুভ।

কপ ক্রিয়েশন’র ব্যানারে নির্মিত হয়েছে ‘মিশন এক্সট্রিম’। ইতোমধ্যে এর দুটি পর্বের শুটিং শেষ হয়েছে। ছবিটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘সিটিটিসি’র কিছু শ্বাসরুদ্ধকর অভিযান নিয়ে এর গল্প।

‘মিশন এক্সট্রিম’-এ শুভ ছাড়াও আছেন জান্নাতুল ফেরদৌস ঐশী, তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ জাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমাম।

 

আরিফিন শুভ টিজার মিশন এক্সট্রিম

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর