রেকর্ড করলেন এড শিরান
২৭ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৪৭ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:৩০
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
২০১৭ সালে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে এড শিরানের গান। তিনি হয়েছেন ‘ওয়ার্ল্ড বেস্ট সেলিং রেকর্ডিং আর্টিস্ট’। সংগীত দুনিয়ার ব্যবসায়ী অর্গানাইজেশন ‘ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ দ্য ফনোগ্রাফিক ইন্ডাস্ট্রি’ এই তথ্য দিয়েছে।
শিরানের তৃতীয় স্টুডিও অ্যালবাম ‘ডিভাইড’ হয়েছে সবচেয়ে বেশি বিক্রি। আর এই অ্যালবামের ‘শেপ অফ ইউ’, ‘ক্যাসেল অন দ্য হিল’ এবং ‘পার্ফেক্ট’ গানগুলো সিঙ্গেল হিসেবে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ২০১৭ সালে। ডিভাইড অ্যালবামটি প্রকাশ পায় গত বছরের মার্চ মাসে।
অ্যালবাম ও সিঙ্গেল এক সঙ্গে সেরা বিক্রির রেকর্ড ‘ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ দ্য ফনোগ্রাফিক ইন্ডাস্ট্রি’ ইতিহাসে এবারই প্রথম। আর সেই ইতিহাসটি গড়ে ফেললেন ২৭ বছর বয়সি এই বৃটিশ শিল্পী।
সেরা বিক্রির হওয়া গান ও অ্যালবামের শিল্পীদের দশজনের নাম প্রকাশ করা হয়েছে। দ্বিতীয় অবস্থানেই আছে ২০১৬ সালের সেরা শিল্পী ড্রেক। টেইলর সুইফট আছেন তৃতীয় অবস্থানে।
সারাবাংলা/পিএ