Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বীমা সুবিধা পাচ্ছে না কান চলচ্চিত্র উৎসব


১১ মার্চ ২০২০ ১৪:৪৭

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ফ্রান্স সরকার একসাথে এক হাজারের বেশি জনসমাগম হয় এমন অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা দিয়েছে। যে কারণে কান চলচ্চিত্র উৎসবের এবারের আসর নিয়ে আশংকা তৈরি হয়েছে। এরমাঝে এলো নতুন খবর।

বিশ্বের অন্য বড় চলচ্চিত্র উৎসবগুলোর এসবক্ষেত্রে বীমা কভারেজ থাকলেও কানে তা থাকছে না। কান কর্তৃপক্ষ বীমা করানোর চেষ্টা করেছিলো। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তারা সার্কেল গ্রুপের সাথে এ নিয়ে মিটিং করেছিলো ১০ দিন আগে। নানারকম অফার দিয়েছিলো। কিন্তু সার্কেল গ্রুপ তাদের ফিরিয়ে দিয়েছে। বীমা কোম্পানিটি সিজার পুরস্কারের মত দামি পুরস্কারে বীমা সুবিধা দেয়।

বিজ্ঞাপন

কোম্পানিটি শর্ত দিয়েছিলো, যদি কোন কারণে কানের উৎসব বাতিল করতে হয় এবং তা যদি সরকারের নির্বাহী আদেশেও হয়—সেক্ষেত্রে কোন বীমা সুবিধা পাবে না কান কর্তৃপক্ষ। তবে এই শর্ত মানেনি কান কর্তৃপক্ষ।

কান চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান পিয়ের লেস্কিওর সার্কেল গ্রুপের সাথে মিটিংয়ের বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমরা তাদেরকে মাত্র ২ মিলিয়ন ইউরোর বীমা সুবিধা চেয়েছিলাম, যা আমাদের বাজেটের তুলনায় খুবই নগণ্য। কিন্তু তারা তা প্রত্যাখান করেছে যা দুঃখজনক।’

কান চলচ্চিত্র উৎসবের এবার হবে ৭৩তম আসর। চলবে আগামী ১২ থেকে ২৩ মে। উৎসবের মোট বাজেট ৩০ মিলিয়ন ইউরো (প্রায় ৩৩ মিলিয়ন ডলার)। এ টাকার পুরোটা আসে সরকারি সহয়তা ও কর্পোরেট কোম্পানিগুলো থেকে।

করোনাভাইরাস কান চলচ্চিত্র উৎসব বীমা সুবিধা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর