‘বডি শেমিং’ এর বিরুদ্ধে কঠোর বার্তা বিলি আইলিশের
১১ মার্চ ২০২০ ১২:০২ | আপডেট: ১১ মার্চ ২০২০ ১৩:০২
যুক্তরাষ্ট্রের মিয়ামিতে কনসার্টের মাধ্যমে ওয়ার্ল্ড ট্যুর শুরু করেছেন পপস্টার বিলি আইলিশ। সোমবার (৯ মার্চ) স্থানীয় সময় রাতে ওই কনসার্টে অংশ নিয়ে ‘বডি শেমিং’ এর বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন ১৮ বছর বয়সী এই ইলেক্ট্রো পপ মায়েস্ত্রো। খবর বিবিসি।
ওই কনসার্টে আইলিশ তার জনপ্রিয় নাম্বার ‘অল দ্য গুড গার্লস গো টু হেল’ পরিবেশনের আগে দুই মিনিটের একটি ভিডিও দেখান। ভিডিওর শুরুতে বিলি আইলিশকে বলতে শোনা যায়, তিনি ঢোলা জামাকাপড় পড়েন যেনো লিঙ্গের ভিত্তিতে তাকে চিহ্নিত না করা যায়।
তিনি আরও বলেন, যারা কখনও আমার শরীরই দেখেনি, তারা কিভাবে শরীর দিয়ে আমাকে বিচার করে?
ওই ভিডিওর একটি অংশে দেখা যায়, বিলি আইলিশ তার শরীর থেকে কাপড়ের কয়েক পরত খুলতে খুলতে, শেষে শুধুমাত্র বক্ষবন্ধনী পরিহিত অবস্থায় পৌঁছান। তারপরই তিনি রূপাকার্থে কালো তরল টারের ভেতরে ডুবে যান।
ভিডিওর একেবারে শেষ অংশে তিনি বলেন, আপনার ধারণা, আমার মূল্য নির্ধারণ করে দেয় না।
এদিকে, উত্তর ও দক্ষিণ আমেরিকাজুড়ে ৩৮ দিনের সফর শেষ করে, ওয়ার্ল্ড ট্যুর নিয়ে জুলাইয়ে ইউরোপ যাবেন বিলি আইলিশ। যুক্তরাজ্যের ম্যানচেস্টার ও বার্মিংহামে কনসার্ট করার কথা রয়েছে তার।
ওয়ার্ল্ড ট্যুর টপ নিউজ বার্মিংহাম বিলি আইলিশ মিয়ামি ম্যানচেস্টার