Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিন ডিজেলের ‘ব্লাডশট’ দেখা যাবে মুক্তির দিন থেকেই


১০ মার্চ ২০২০ ১২:২২

হলিউড তারকা ভিন ডিজেলের ‘ব্লাডশট’ এর ট্রেলার যখন প্রকাশিত হয় তখন থেকেই ছবিটি নিয়ে আলোচনার শুরু। এ ছবিতে তাকে দেখা যাবে সুপারহিরোর ভূমিকায়। প্রতিশোধের নেশা ও অতিমানবীয় শক্তির গোলকধাঁধায় দর্শক ডিজেলকে আবিষ্কার করবেন।

দাভে উইলসন পরিচালিত ছবিটি সারাবিশ্বে মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৩ মার্চ। একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে ছবিটি। চলবে রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে।

‘ব্লাডশট’-এ ডিজেলের চরিত্রের নাম রয় গ্যারিসন। দুর্বৃত্তের হাতে মারা গেলেও তাকে বিশেষ কায়দায় বিজ্ঞানীদের গোপন একটি দল বাঁচিয়ে তোলে। আর তার মাঝে জাগিয়ে দেওয়া হয় অতিমানবীয় সত্তা। অবশ্য বিজ্ঞানীদের নিজস্ব এজেন্ডা রয়েছে, এর জন্য দরকার এমন শক্তিমান কেউ। তা দেখা যায় ট্রেলারে পরবর্তী অংশে। ভিলেনদের সঙ্গে তুমুল অ্যাকশনে অবতীর্ণ হয় ভিন ডিজেল।

অন্যান্য সুপারহিরো সিনেমার মতোই ‘ব্লাডশট’ নির্মিত হয়েছে একই নামের বেস্টসেলার কমিক বুক অবলম্বনে। এতে আরও অভিনয় করেছেন গাই পিয়ার্স, এজা গনজালেস, স্যাম হৌগান, টবি কেববেলসহ অনেকে।

ব্লকবাস্টার সিনেমাস ব্লাডশট ভিন ডিজেল

বিজ্ঞাপন

থানা থেকে লুট রাইফেল মিলল পুকুরে
২৩ জানুয়ারি ২০২৫ ২১:০৯

আরো

সম্পর্কিত খবর