Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টারকুওটে’র ‘ক্যাটরিনা’ হওয়ার গল্পো


৮ মার্চ ২০২০ ১৮:১৯

বলিউড কাঁপানো অভিনেত্রীদের কয়েকটা নাম বলতেই উঠে আসবে ক্যাটরিনা কাইফের নাম। ভক্তদের কাছে তিনি সবচেয়ে যৌনাবেদনময়ী নারী। ক্যাটরিনার নতুন সিনেমা, প্রেম কিংবা বিয়ের গুঞ্জন, সব বিষয়েই ভক্তদের কৌতুহল আকাশচুম্বি। তবে তার অজানা বিষয় কিংবা ‘টারকুওটে’ থেকে ‘ক্যাটরিনা’ হওয়ার গল্পো জানেন না অনেকেই।

হিন্দি, তেলেগু, মালয়ালম ভাষার চলচ্চিত্র অভিনেত্রী ক্যাটরিনা মূলত ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ। কর্ম ভিসা নিয়ে ভারতের সিনেমায় কাজ করছেন। বহু ভক্তদের প্রিয় নায়িকা ক্যাট ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত গুগলের সবচেয়ে বেশি সার্চকৃত বলিউডের তারকা ছিলেন।

বিজ্ঞাপন

এফএইচএম ইন্ডিয়ার ১০০ সেক্সি নায়িকার তালিকায় শীর্ষস্থানে আরোহন করেছেন ক্যাটরিনা। অবশ্য ফোর্বস ইন্ডিয়ার শীর্ষ ১০০ সেলিব্রিটির তালিকায় ক্যাটরিনা ৯ নম্বরে আছেন। এ তালিকায় শীর্ষ ১০ এ তিনি একমাত্র নারী।

ব্রিটিশ নাগরিক কাশ্মিরি বংশোদ্ভূত ভারতীয় পিতা মোহাম্মদ কাইফ ইংরেজ মা সুজানা টার্কুটের ঘরে ১৯৮৩ সালে হংকংয়ে জন্মগ্রহণ করেন ক্যাট। শৈশবেই তার পিতা-মাতার ডিভোর্স হয়। তার ১ ভাই ও ৬ বোন। তার পরিবার হংকং থেকে চীনে স্থানান্তরিত হন। ক্যাটরিনার বয়স যখন ৮, তখন তারা জাহাজে চড়ে জাপান থেকে ফ্রান্সে যান। এরপর সুইজারল্যান্ড, ক্রাকোউ, বার্লিন, বেলজিয়ামসহ পূর্ব ইউরোপের অনেক দেশে যান। এ সময় ঐ দেশগুলোর প্রতিটিতে মাত্র কয়েক মাস করে অবস্থান করতে পেরেছেন ক্যাটরিনা।

হাওয়াই থেকে শেষ পর্যন্ত তার মায়ের জন্মভূমি ইংল্যান্ডে থিতু হন। ব্যাপকভাবে লোকেরা যখন জানতে পারেন কাইফ লন্ডনের মেয়ে, চূড়ান্তভাবে তখন তিনি বছর তিনেক আগে থেকেই মুম্বাইয়ে অবস্থান করছেন।

বিজ্ঞাপন

১৪ বছর বয়সে মডেলস্ ওয়ান এজেন্সী’র সাথে চুক্তিতে আবদ্ধ হয়ে লন্ডনে মডেলিং কার্যক্রম শুরু করেন ক্যাট। প্রথমে জুয়েলারীর বিজ্ঞাপনচিত্রে মডেল হন। কাজ করেন লন্ডন ফ্যাশন উইকেও।

পরে লন্ডনভিত্তিক চলচ্চিত্র নির্মাতা কাঈজাদ গুস্তাদ তাকে চলচ্চিত্রের রূপালী পর্দায় নিয়ে আসেন। তিনি ২০০৩ সালে ক্যাটরিনাকে ‘বুম’ সিনেমায় সুযোগ করে দেন। মুম্বাইয়ে অবস্থান করেন তিনি, এসময় বেশকিছু বিজ্ঞাপনচিত্রের প্রস্তাব পান ক্যাট। কিন্তু চলচ্চিত্র পরিচালকেরা হিন্দি ভাষায় কথা বলতে না পারায় ক্যাটরিনা’র সাথে চুক্তিতে আবদ্ধ হতে দ্বিধাগ্রস্থ ছিলেন।

‘বুম’ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেও জনপ্রিয়তার জন্য তার নামে পরিবর্তন আনা হয়। ‘বুম’ সিনেমার প্রযোজক জ্যাকি স্রফের স্ত্রী আয়েশা শ্রফ তার নাম পরিবর্তনের বিষয়ে ২০১১ সালে মুম্বাই মিররকে এক সাক্ষাৎকারে বলেন, পাসপোর্টে ক্যাটরিনার নাম ছিল টারকুওটে। আমরা তার জন্য একটা পরিচয় ঠিক করলাম। সে ছিল সুন্দর ইংলিশ মেয়ে, যার বাবা কাশ্মিরি। আমরা চিন্তা করলাম তার নাম হতে পারে ক্যাটরিনা কাজি। এটা হতে পারতো ভারতীয় দর্শকদের কাছে পরিচিত নাম। তাকে প্রেসের সামনে উপস্থাপন করতে হতো। তখন আমাদের মনে হলো ক্যাটরিনা কাইফ খুবই সুন্দর শোনাচ্ছে। কিন্তু ইতিমধ্যে আমাদের পুস্তিকায় লেখা হয়ে গিয়েছিল তার নাম ক্যাটরিনা কাজি। তখন আমরা প্রেসকে জানালাম সেটা ছাপার ভুল ছিল।

মালিশ্বরী, সরকার, অলারী পিদুগুসহ অসংখ্য সিনেমায় অভিনয় করে বলিউডে নিজের দাপট প্রতিষ্ঠা করেছেন ক্যাটরিনা কাইফ। সবশেষ তিনি রোহিত শেঠী প্রযোজনা ও পরিচালনায় অভিনয় করেন সূর্যবংশী সিনেমায় যা এ মাসের ২৭ তারিখ মুক্তি পাবে।

ক্যাটরিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর