Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবার বাতিল ‘রাধে’র শুটিং


৮ মার্চ ২০২০ ১৭:২১

সালমান খান ও দিশা পাটানির মধ্যকার ম্যাজিক দর্শক দেখেছিলো ‘ভারত’-এ। সেই ম্যাজিক পুনঃনির্মাণ হচ্ছে ‘রাধে- ইউর মোস্ট ওয়ান্টেড ভাই’-এ। ছবিটি এ ঈদে মুক্তির কথা রয়েছে। তাই পুরো টিম বিভিন্ন লোকেশনে শুটিং করে দ্রুত ছবিটি নামানোর চেষ্টা করছে। কিন্তু তাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে ‘কোভিড-১৯’ বা করোনাভাইরাস।

ইতিমধ্যেই সারা পৃথিবীতে কয়েক হাজার মানুষ মারা গিয়েছে এই ‘করোনাভাইরাস’-এ। প্রতিনিয়ত আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। আর এই আতংকেই সল্লু ভাই তাদের থাইল্যান্ডের শুটিং বাতিল করতে বাধ্য হয়েছিলেন। সে ধারাবাহিকতায় এবার আজারবাইজানের শুটিং বাতিল করা হয়েছে। আজারাবাইজানে এর আগে সালমান ও দিশা ‘বাকু’র একটি গানের শুটিং করেছিলেন।

বিজ্ঞাপন

যদিও ইউনিউটের অনেকেই আগে থেকে লোকেশনে চলে গিয়েছিলেন। কিন্তু ‘রাধে’ টিম দ্রুতই তাদেরকে ফেরত আসার এবং শুটিং বাতিলের কথা জানিয়েছে। পরিচালক খুব করে চাইছেন নতুন লোকেশন খুঁজে বের করতে এবং শুটিং শেষ করতে। তারা এমন লোকেশন খুঁজছেন যেখানে মানুষের যাতায়ত খুবই কম এবং করোনাভাইরাসের সংক্রমণের আশংকা নেই।

‘রাধে’তে সালমান ও দিশা ছাড়া আরও আছেন জ্যাকি শ্রফ এবং সঙ্গীতশিল্পী অর্জুন কানুনগো। পরিচালনা করছেন প্রভু দেবা।

করোনাভাইরাস দিশা পাটানি রাধে শুটিং বাতিল সালমান খান

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর