Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আত্মজীবনীর প্রকাশক পাচ্ছেন না উডি অ্যালেন


৮ মার্চ ২০২০ ১২:৩৯

বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা উডি অ্যালেনের আত্মজীবনী প্রকাশ বন্ধ হয়ে গেছে। তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর মার্কিন প্রকাশনা প্রতিষ্ঠান হ্যাচেট্টে বুক গ্রুপ (এইচবিজি) উডি অ্যালেনের আত্মজীবনী প্রকাশের সিদ্ধান্ত থেকে সরে আসে। শনিবার (৭ মার্চ) এ খবর জানিয়েছে বিবিসি।

এর আগে, শুক্রবার (৬ মার্চ) উডি অ্যালেনের বই প্রকাশের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানায় ওই প্রকাশনা প্রতিষ্ঠানের নিউইয়র্ক ও বোস্টনের কর্মীরা।

বিজ্ঞাপন

এদিকে, উডি অ্যালেনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন তার দত্তক নেওয়া কন্যা ডিলান ফাররো। অভিযোগে তিনি বলেছেন, ১৯৯২ সালে যখন তার বয়স সাত বছর তখন তাকে যৌন হয়রানির চেষ্টা করেছিলেন উডি।

কিন্তু, উডি অ্যালেন তার বিরুদ্ধে আনা এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, ওই সময়েই বিষয়টি নিয়ে তদন্ত হয়েছিল এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি।

এ ব্যাপারে এইচবিজি’র মুখপাত্র সোফি কট্রেল জানিয়েছেন, সবকিছু মিলিয়ে পরিস্থিতি এমন এক দিকে মোড় নিয়েছে যে, তাদের পক্ষে উডি অ্যালেনের আত্মজীবনী প্রকাশ করা এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

আত্মজীবনী উডি অ্যালেন প্রকাশক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর